‘আর কত দিন সহ্য করব?’- গর্জে উঠলেন নেইমার!

বর্ণবাদী সমর্থকদের খপ্পর থেকে কিছুতেই মুক্ত হতে পারছে না ইউরোপিয়ান ফুটবল। সম্প্রতি রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের ওপর ফের বর্ণবাদী দর্শকেরা আক্রমণ করেছিল। ঘটনাটি ফাঁস হওয়ার পর রিয়াল মাদ্রিদ ভিনির পাশে দাঁড়িয়ে ‘হেট ক্রাইম’-এর মামলা করেছে। শুরু হয়েছে তদন্ত।
এমতাবস্থায় বর্ণবাদের বিরুদ্ধে গর্জে উঠলেন ব্রাজিল সুপারস্টার নেইমার।
গত দুই বছরে অন্তত ১০ বার বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন ভিনিসিয়ুস। সহ্যের সীমা পেরিয়ে যাওয়ায় তিনি সোশ্যাল সাইটে লেখেন, ‘এটা প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয়বার নয়। লা লিগায় বর্ণবাদ স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
খোদ কর্তৃপক্ষ ও স্পেনের ফুটবল ফেডারেশন এটা মনে করে...বলতে বাধ্য হচ্ছি, স্পেন আজ ব্রাজিলিয়ানদের কাছে বর্ণবাদী দেশ হিসেবে পরিচিত হয়ে উঠছে।’
ভিনিকে সমর্থন করে নেইমার সোশ্যাল মিডিয়ায় স্টেডিয়ামে দর্শকপূর্ণ গ্যালারির একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওর নিচে নেইমার প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘আমাদের কিছু একটা করতে হবে...এটা আমরা আর কত দিন সহ্য করব? অন্ধ লোকেরা আর কত দিন এসব চালিয়ে যাবে? আমি ভিনিসিয়ুসের পাশে আছি। বর্ণবাদ ঘৃণ্য একটি ব্যাপার।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫