|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৮:৪৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ ডিসেম্বর ২০২৪ ১২:৫৩ অপরাহ্ণ

সাংবাদিক হত্যাচেষ্টার অভিযোগে ২৫ জনের বিরুদ্ধে মামলা


সাংবাদিক হত্যাচেষ্টার অভিযোগে ২৫ জনের বিরুদ্ধে মামলা


ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-

 

চট্টগ্রামের লোহাগাড়ায় সাংবাদিক ওমর ফারুক মাসুমের ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মাসুম বিচারপ্রার্থীকে মারধরের প্রতিবাদ করলে এই হামলার শিকার হন।
 

শনিবার (২১ ডিসেম্বর) রাতে ভুক্তভোগী ওমর ফারুক মাসুম নিজেই লোহাগাড়া থানায় মামলাটি করেন। মামলায় ১৩ জনকে নামীয় আসামি এবং ১০-১২ জনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এজাহারনামীয় আসামিদের মধ্যে আছেন ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান (৪৫), তার ছেলে শওকত (২৬), রিমন (২২), এরশাদ (২৫), ইমন (১৯), ছাত্রলীগের নেতা তৌহিদুল ইসলাম (২৩), মিজানুর রহমান (২৩), সাকিব (২২), জসিম উদ্দিন (৪৩), হোসেন সওদাগর (৪২), ইউনিয়ন পরিষদের সচিব মোজাফ্ফর (৪২), সাইফুল (৩৫), ও কিশোর গ্যাং নেতা ইলহাম কলি (২৮)।
 

ওমর ফারুক মাসুম চট্টগ্রামের দৈনিক পূর্বকোণের সহ-সম্পাদক এবং কলাউজান ইউনিয়নের আদারচর গ্রামের বাসিন্দা। তিনি জানান, গত বৃহস্পতিবার কলাউজান ইউপির প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান বিচারপ্রার্থী সাত্তারকে মারধর করেন। সাত্তার বিষয়টি জানালে মাসুম এই ঘটনার প্রতিবাদ করেন। পরে পরিষদ থেকে বের হওয়ার সময় হাবিবুর রহমানের নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে ওমর ফারুক মাসুম ও তার সহকর্মী শহিদকে আক্রমণ করে এবং তাদের হত্যাচেষ্টার চেষ্টা চালায়।
 

এদিকে, সাংবাদিকের ওপর এই হামলার ঘটনায় স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। শনিবার বিকেলে কলাউজান ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের দাবি জানান।
 

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, মামলার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। শীঘ্রই আসামিদের আইনের আওতায় আনা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫