|
প্রিন্টের সময়কালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৫৪ অপরাহ্ণ

বিমানবন্দর থেকে ৪৫ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মালয়েশিয়া


বিমানবন্দর থেকে ৪৫ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মালয়েশিয়া


মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করা ৬৮ বিদেশিকে আটক করেছে। তাদের মধ্যে ৪৫ জন বাংলাদেশি ছিলেন, যাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।
 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার স্থানীয় সময়ে এ ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে একেপিএস।
 

বিবৃতিতে উল্লেখ করা হয়, আটক ব্যক্তিরা পর্যটক হিসেবে প্রবেশের দাবি করলেও তারা ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগোননি। বরং বিমানবন্দরের খাবারের দোকান ও অন্যান্য স্থানে ঘোরাফেরা করছিলেন এবং বিশেষ কারও জন্য অপেক্ষা করছিলেন বলে সন্দেহ করা হয়।
 

পরে ১৬ জন পাকিস্তানি, ৪৫ জন বাংলাদেশি এবং সাতজন ভারতীয় নাগরিককে কেএলআইএ ইমিগ্রেশন অপারেশন অফিসে নেওয়া হয়। কাগজপত্র যাচাইয়ের পর তাদের আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না দিয়ে ‘নোটিশ টু লিভ’ (এনটিএল) দেওয়া হয়।
 

সংস্থাটি আরও জানায়, গত ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বোচ্চ সংখ্যক এনটিএল রেকর্ড করা হয়েছে। ১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে কেএলআইএ-এর নজরদারি দল দুই হাজার ৬৫৪ বিদেশিকে পরীক্ষা করেছে, যার মধ্যে ৯০০ জন প্রকৃত পর্যটক না হওয়ায় তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫