|
প্রিন্টের সময়কালঃ ১১ এপ্রিল ২০২৫ ০৩:৫২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ ডিসেম্বর ২০২৪ ০৭:৪৫ অপরাহ্ণ

ফিলিস্তিনের সংগ্রাম: জুলাই গণঅভ্যুত্থানের অনুপ্রেরণা - উপদেষ্টা নাহিদ


ফিলিস্তিনের সংগ্রাম: জুলাই গণঅভ্যুত্থানের অনুপ্রেরণা - উপদেষ্টা নাহিদ


ঢাকা প্রেস নিউজ
 

ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রাম বাংলাদেশের মানুষের আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। এই লড়াই শুধু একটি জাতির মুক্তির আকাঙ্ক্ষাই নয়, এটি বাংলাদেশের জন্যও একটি প্রেরণার উৎস। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতার লড়াই জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রেরণা হিসেবে কাজ করেছে।
 

রোববার (১ ডিসেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
 

উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, "ফিলিস্তিনি জনগণ তাদের অধিকার আদায়ের জন্য যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তা বিশ্ববাসীর জন্য অনুপ্রেরণা। বাংলাদেশ সবসময় তাদের পাশে ছিল এবং থাকবে। ফিলিস্তিনের ন্যায্য দাবিগুলোতে আমাদের সমর্থন অব্যাহত রয়েছে। ২৯ নভেম্বর ২০২৩-এ ‘মার্চ ফর প্যালেস্টাইন’ প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এ বিষয়ে আরও কার্যক্রম শুরু করেছি। আমরা ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে অটল।"
 

তিনি আরও বলেন, "ফিলিস্তিন আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন থাকবে। আমরা আশা করি, তারা তাদের স্বপ্নের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।"

 

সাক্ষাতের সময় রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "বাংলাদেশের মানুষ ফিলিস্তিনি জনগণের অধিকার নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার। দূরত্ব থাকা সত্ত্বেও বাংলাদেশের এই সমর্থন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।"
 

তিনি আরও বলেন, "বর্তমান সরকারের সফলতা ফিলিস্তিনের জনগণের জন্যও শক্তি হয়ে দাঁড়াবে। আমরা আন্তরিকভাবে সরকারের সাফল্য কামনা করি এবং আশা করি তারা জনগণের স্বপ্ন পূরণে সফল হবে।"
 

পরে রাষ্ট্রদূত ফিলিস্তিন বিষয়ক ওআইসি কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকের জন্য উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে আমন্ত্রণ জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫