|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৮:০১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ আগu ২০২৪ ০৩:৩৩ অপরাহ্ণ

বন্যাকবলিত হবিগঞ্জে ছাত্রদলের মানবতার হাত বাড়িয়ে দেওয়া


বন্যাকবলিত হবিগঞ্জে ছাত্রদলের মানবতার হাত বাড়িয়ে দেওয়া


ঢাকা প্রেস
হবিগঞ্জ প্রতিনিধি:-



ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হবিগঞ্জের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (২৪ আগস্ট), ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে বন্যাকবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান জানান, বিএনপি সবসময় জনগণের পাশে থাকে। বিশেষ করে, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে দলের নেতৃবৃন্দ সর্বদা মানবতার সেবায় নিজেদেরকে উৎসর্গ করে থাকেন। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, ছাত্রদল সর্বদা দুর্যোগপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে।
 

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
 

শায়েস্তাগঞ্জ উপজেলার বন্যাকবলিত কয়েকটি গ্রামে দিনব্যাপী এই ত্রাণ কার্যক্রম চলে। ছাত্রদলের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা গভীরভাবে প্রভাবিত হয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫