|
প্রিন্টের সময়কালঃ ৩১ জুলাই ২০২৫ ০৩:১৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ জুলাই ২০২৫ ০৭:১৪ অপরাহ্ণ

এশিয়ান কাপে বাংলাদেশের নারী দলের ম্যাচ সূচি ঘোষণা


এশিয়ান কাপে বাংলাদেশের নারী দলের ম্যাচ সূচি ঘোষণা


স্পোর্টস ডেস্ক:-


 

২০২৫ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি উইমেন্স এশিয়ান কাপ-এ শক্তিশালী প্রতিপক্ষদের সঙ্গে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। অভিষেকেই চ্যালেঞ্জের মুখে ঋতুপর্ণা চাকমা ও আফিঈদারা।
 

গ্রুপ 'বি'-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চীন, শক্তিশালী উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান। টুর্নামেন্টটি চলবে আগামী ১ থেকে ২১ মার্চ পর্যন্ত, অস্ট্রেলিয়ার তিনটি শহরে। বাংলাদেশের তিনটি ম্যাচের দুটি হবে সিডনিতে এবং একটি পার্থ শহরে।
 

🗓️ বাংলাদেশের ম্যাচসূচি:

  • ৩ মার্চ: বনাম চীন – সিডনি

  • ৬ মার্চ: বনাম উত্তর কোরিয়া – সিডনি

  • ৯ মার্চ: বনাম উজবেকিস্তান – পার্থ
     

ড্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সিডনিতে, বাংলাদেশ সময় মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৩টায়। এএফসি আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগতিক অস্ট্রেলিয়া সহ ১১টি দেশের প্রতিনিধি উপস্থিত থাকলেও প্রথমবার অংশ নেওয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কোনো প্রতিনিধি পাঠায়নি। ফলে ড্র মঞ্চে বাংলাদেশের নাম উন্মোচন করেন ভারতের নারী ফুটবল দলের অধিনায়ক সানজিতা বাসফো
 

এশিয়ান কাপের ড্রয়ের আগে বাছাই পর্ব পেরিয়ে আসা ১২টি দলকে ৪টি পটে ভাগ করা হয়েছিল। বাংলাদেশ ছিল চার নম্বর পটে, একই পটে ছিল ভারত ও ইরান। ফলে এই দুই দলের কারো সঙ্গেই গ্রুপে পড়ার সুযোগ ছিল না।
 

🏆 এএফসি উইমেন্স এশিয়ান কাপ ২০২৫: গ্রুপ বিন্যাস

  • গ্রুপ 'এ': অস্ট্রেলিয়া (স্বাগতিক), দক্ষিণ কোরিয়া, ইরান, ফিলিপাইন

  • গ্রুপ 'বি': উত্তর কোরিয়া, চীন, বাংলাদেশ, উজবেকিস্তান

  • গ্রুপ 'সি': জাপান, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে

ড্র অনুষ্ঠানে এএফসি আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ দলের প্রধান কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফিঈদা খাতুন-কে। তবে বাফুফের অনুপস্থিতি প্রশ্ন তুলেছে দেশের ক্রীড়াঙ্গনে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫