|
প্রিন্টের সময়কালঃ ১৭ নভেম্বর ২০২৫ ০১:৩৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ নভেম্বর ২০২৫ ০৮:০৬ অপরাহ্ণ

গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের গুলি করার নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার


গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের গুলি করার নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার


নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:


 

যানবাহনে অগ্নিসংযোগ বা ককটেল নিক্ষেপ করে জীবনহানির চেষ্টা করলে সরাসরি গুলি করা হবে—এ মর্মে কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রবিবার বিকেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে পাঠানো এক বেতার বার্তায় তিনি এ নির্দেশ দেন।
 

ডিএমপির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
 

গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ‘আমি ওয়্যারলেস বার্তায় স্পষ্টভাবে বলেছি—যে কেউ বাসে আগুন লাগাতে আসবে বা ককটেল ছুড়ে জীবননাশের চেষ্টা করবে, তাকে গুলি করতে হবে। আইনেও এর সুস্পষ্ট বিধান রয়েছে।’
 

এর আগে চট্টগ্রাম নগরীর নিরাপত্তা জোরদারে অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিন গান (এসএমজি) ব্যবহার করতে নির্দেশ দিয়েছিলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। তার ওই নির্দেশনা দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫