কন্যাসন্তানের বাবার হলেন জাতীয় দলের মুশফিকুর রহিম

কন্যাসন্তানের বাবার হলেন জাতীয় দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি ও নবজাতক দুজনেই বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন মুশি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম... মহান আল্লাহ আমাদের কন্যাসন্তান উপহার দিয়েছেন। মা-মেয়ে দুজনেই নিবিড় পর্যবেক্ষণে আছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
পারিবারিক কারণে এশিয়া কাপের মাঝপথেই মুশফিক দেশে চলে আসবেন এই কথা আগেই জানা ছিল। মুশফিক দেশে ফেরার আগেই অবশ্য জানা গিয়েছিল, তিনি বাবা হতে চলেছেন।
এই গুরুত্বপূর্ণ মুহূর্তে স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডির পাশে থাকতেই ফিরে আসেন দেশে। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে পরের ম্যাচ খেলবে বাংলাদেশ। এই বিরতিতে দেশে ঘুরে যাচ্ছেন মুশফিক। ১৩ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫