|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:১০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ ডিসেম্বর ২০২৪ ০৩:১২ অপরাহ্ণ

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত


নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত


ঢাকা প্রেস,নওগাঁ প্রতিনিধি:-

 

নওগাঁর মহাদেবপুরে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও হেলপার নিহত হয়েছে। এছাড়া নওগাঁ শহরের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরে মহাদেবপুর উপজেলার রানীপুকুর এলাকায় এবং সকাল সাড়ে ৯টায় শহরের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
 

নিহতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার কামারনাই গ্রাম এলাকার সামছুল আলমের ছেলে ট্রাক চালক সুমন মিয়া (৪০)। হেলপারের পরিচয় এখনো পাওয়া যায়নি।
 

পল্লী বিদ্যুৎ সমিতির সামনে নিহত ব্যক্তির নাম আবুল কাশেম (৭৫)। তিনি নওগাঁ সদর উপজেলার ভবানীগাছী দেওয়ান পাড়া গ্রামের মৃত কুদরত প্রামাণিকের ছেলে।
 

নওহাটা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু বকর সিদ্দিক জানান, রাতে খড়বোঝাই একটি ট্রাক নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিল। ভোরে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রানীপুকুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকের চালক এবং হেলপার নিহত হন। নিহতদের মধ্যে চালকের পরিচয় শনাক্ত করা হলেও হেলপারের পরিচয় এখনও পাওয়া যায়নি এবং তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
 

নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আবুল কাশেম বালুডাংগা বাসস্ট্যান্ডের দিকে হাঁটছিলেন। এ সময় নওগাঁ শহর অভিমুখী দ্রুতগতির একটি পিকআপ তাকে পেছন থেকে ধাক্কা দেয়, যাৎ ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা পিকআপটি আটক করলেও চালক পালিয়ে যায় এবং তাকে আটক করা সম্ভব হয়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫