|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৫২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ মে ২০২৩ ০৩:০১ অপরাহ্ণ

গাজায় ইসরায়েলি হামলা, নিহত বেড়ে ১২


গাজায় ইসরায়েলি হামলা, নিহত বেড়ে ১২


গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এর আগে গাজা থেকে ইসরায়েলের সাংবাদিক ইউমনা এল সাইদ জানিয়েছিলেন, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, গাজা উপত্যকায় ১০ জন নিহত হয়েছে এবং ইসরায়েলি বিমান হামলায় অসংখ্য লোক আহত হয়েছে।


স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ২ টার দিকে গাজার বিভিন্ন স্থানে আবাসিক অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে বিস্ফোরণের শব্দ শোনা যায়। 

এল সাঈদ জানান, ‘নিহত ব্যক্তিদের নাম বা কতজন আহত হয়েছে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায় নি। আমরা শুধু নিশ্চিত হয়েছি যে গাজা উপত্যকয়ায় বিভিন্ন অংশে বিমান হামলা চালানো হয়েছে। ’


তিনি আরও বলেন, ‘যখনই আবাসিক অ্যাপার্টমেন্টগুলোকে লক্ষ্যবস্তু করা হয়, সেখানে সর্বদা সাধারণ মানুষের হতাহতের ঘটনা ঘটে।’

ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলন মঙ্গলবার ঘোষণা করে তাদের তিন নেতা বিমান হামলায় নিহত হয়েছে। নিহতরা হলেন জিহাদ আল-ঘন্নাম, খলিল আল-বাহতিনি এবং তারিক ইজ আল-দীন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫