হবিগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের কমিটি গঠনকল্পে প্রেসক্লাবে মতবিনিময়
ঢাকা প্রেস
মো ইপাজ খাঁ,বিশেষ প্রতিনিধি:-
হবিগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি গঠনকল্পে সদ্য সাবেক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার হবিগঞ্জ প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি আনসার আলীর সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, সাবেক অর্থ সম্পাদক জাহিদুর রহমান রাসেল ও যুবনেতা হুমায়ুন কবিরের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে জেলার নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় বক্তব্য রাখেন যুব নেতা সাহিদ সরদার, তোফায়েল আহমেদ, নাইম আজাদ, বোরহান, জুনায়েদ আলি, শেখ ইফতেখার, আহাদ নাঈম, কদ্দুস মিয়া, রুখন আহমেদ, মোতাহের আহমেদ রুমন। এছাড়াও উপস্থিত ছিলেন সাজন চৌধুরী, তাজুল ইসলাম, রাসেল আহমেদ, শাকিল আহমেদ জীবন, আলমগীর হোসেন, ওয়াহিদুর রহমান, পলাশ আহমেদ, সাইদাত শুভ, আরিফুল হক শিমুল, জামাল মিয়া, রিফাত খান, উজ্জ্বল আহমেদ, তিতাশ হোসেন, লিয়াকত মিয়া, মুবাশ্বির আহমেদ, জহিরুল ইসলাম, তোফাজ্জল হোসেন রাকিব আহমেদ প্রমুখ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫