|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ জুন ২০২৪ ০৪:৫৩ অপরাহ্ণ

ঢাকায় মাদকবিরোধী অভিযানে ৩৮ জন গ্রেপ্তার: ইয়াবা, হেরোইন, গাঁজা ও ফেনসিডিল জব্দ


ঢাকায় মাদকবিরোধী অভিযানে ৩৮ জন গ্রেপ্তার: ইয়াবা, হেরোইন, গাঁজা ও ফেনসিডিল জব্দ


ঢাক প্রেস নিউজঃ

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৩৮ জনকে গ্রেপ্তার করেছে।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে, সোমবার (১০ জুন) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১১ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পাশাপাশি তাদের কাছ থেকে ২৮১ টি ইয়াবা, ৪৪৬ গ্রাম ২২২ পুরিয়া হেরোইন, ২ কেজি ৯০০ গ্রাম গাঁজা এবং ১২৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪ টি মামলা করা হয়েছে।

এই অভিযানের মাধ্যমে রাজধানীর মাদকের অপব্যবহার রোধে ডিএমপির অব্যাহত প্রচেষ্টার প্রমাণ পাওয়া গেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫