|
প্রিন্টের সময়কালঃ ২৫ নভেম্বর ২০২৫ ১০:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ নভেম্বর ২০২৫ ০৭:১৯ অপরাহ্ণ

মাদকবিরোধী পদক্ষেপে বাধা, যুবদল নেতা সাদ্দামকে হত্যা চেষ্টা


মাদকবিরোধী পদক্ষেপে বাধা, যুবদল নেতা সাদ্দামকে হত্যা চেষ্টা


🖊️ প্রতিবেদক: কাইয়ুম চৌধুরী 📍 সীতাকুণ্ড, চট্টগ্রাম:


 

সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সাদ্দাম হোসেন মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় হওয়ায় তাকে অস্ত্র মামলায় ফাঁসানোর ব্যর্থ চেষ্টা শেষে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। স্থানীয় জনতার সহায়তায় হামলাকারী দুইজনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, অলিনগর এলাকার বাসিন্দা ও যুবদল নেতা সাদ্দাম হোসেন এলাকায় মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে কঠোর উদ্যোগ নেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকার কিছু মাদক ব্যবসায়ী। প্রথমে তাকে অস্ত্র দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করা হয়। এ উদ্দেশ্যে কিছু জংধরা আগ্নেয়াস্ত্র ও ধারালো ছুরি কাপড়ে মুড়িয়ে তার বাড়ির কাছাকাছি একটি হিন্দু পরিবারের গোয়ালঘরে লুকিয়ে রাখা হয়। পরে অজ্ঞাত কেউ র‌্যাব-৭ ফেনীকে বিষয়টি জানান।
 

র‌্যাবের একটি দল ঘটনাস্থলে গিয়ে সাদ্দামের বাসায় চিরুনি তল্লাশি চালায়, তবে কিছু না পেয়ে পরবর্তীতে মোবাইলে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পাশের গোয়ালঘরে অভিযান চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় কিছু অকেজো অস্ত্র ও ছুরি উদ্ধার করা হয়, যদিও কাউকে আটক করা হয়নি। ওই অস্ত্র কারা রেখেছে তা উদঘাটনে র‌্যাবের কাছে অনুরোধ জানান সাদ্দাম।
 

অস্ত্র মামলায় ফাঁসানোর পরিকল্পনা ব্যর্থ হলে সোমবার বিকেলে প্রায় ১২–১৫ জনের সন্ত্রাসী দল অস্ত্রশস্ত্র নিয়ে সাদ্দামের অলিনগরে অবস্থিত অফিসে হামলা চালায়। প্রথমে একটি রকেট লাঞ্চার নিক্ষেপ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়, এরপর কয়েক দফা ফাঁকা গুলি ছুড়ে লোকজনকে তাড়ানোর চেষ্টা করা হয়। কিন্তু বাজার ও আশপাশের মানুষের প্রতিরোধে হামলাকারীদের ঘেরাও করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়, বাকিরা সিএনজি ও মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।
 

আটক ব্যক্তিরা হলেন—

  • মো. সুমন (২৪)

  • ফাহিম (২০)

পরে পুলিশ তাদের হেফাজতে নেয়।
 

সাদ্দাম হোসেন অভিযোগ করে বলেন, “সরকার সন্ত্রাস দমনে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বর্তমানে আওয়ামী লীগ সরকারের আমলে দেশজুড়ে হত্যাকাণ্ড বেড়েছে।” তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের সহায়তা চান এবং মাদক ব্যবসায়ীদের গডফাদার নোমানসহ সংশ্লিষ্ট সকল সন্ত্রাসীর দ্রুত গ্রেপ্তার দাবি করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫