|
প্রিন্টের সময়কালঃ ২৫ নভেম্বর ২০২৫ ১২:১৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ নভেম্বর ২০২৫ ০৯:৪৩ অপরাহ্ণ

কুমিল্লায় বাড়ি থেকে ধরে এনে পিটিয়ে যুবককে হত্যা, সন্দেহে আটক ৩


কুমিল্লায় বাড়ি থেকে ধরে এনে পিটিয়ে যুবককে হত্যা, সন্দেহে আটক ৩


মো: কাউছার সরকার,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-
 

 

কুমিল্লার চান্দিনা উপজেলায় ছিনতাইকারী সন্দেহে এক যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে গণপিটুনিতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম মো. মুছা (২৬)। রোববার মধ্যরাতে বরকরই ইউনিয়নের চাঁদসার গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের কাদুটি গ্রামের আলাউদ্দিনের ছেলে।
 

ঘটনার পর পুলিশ সন্দেহভাজন তিনজনকে আটক করেছে। সোমবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
 

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদসার গ্রামের ময়নাল হোসেন কাদুটি বাজারে মোবাইল ফোনের ব্যবসা করেন। প্রায় ১০ দিন আগে বাজার থেকে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র তার কাছ থেকে নগদ সাড়ে তিন লাখ টাকা ও কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ওই ঘটনায় ময়নাল মুছাকে সন্দেহ করেন। ঘটনাটির পর থেকে মুছা বাড়িতে না থাকায় সন্দেহ আরও বাড়ে।
 

রোববার রাতে মুছা বাড়ি ফিরলে তার পরিবারের লোকজন বিষয়টি ময়নালকে জানান। রাত সাড়ে ১২টার দিকে ময়নাল, তোফাজ্জলসহ আরও কয়েকজন গিয়ে মুছাকে বাড়ি থেকে ধরে এনে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হামলাকারীরা মরদেহ ফেলে পালিয়ে যায়।
 

ব্যবসায়ী ময়নালের চাচাতো ভাই ও স্থানীয় ইউপি সদস্য সামির হোসেন জানান, ১০–১২ দিন আগে রাতের অন্ধকারে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র ময়নালকে আটকে বৈদ্যুতিক শক দিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। তবে মুছাকে পিটিয়ে হত্যার ঘটনায় তিনি উপস্থিত ছিলেন না বলে দাবি করেন। তার ভাষায়, “শুনেছি মুছার পরিবারের সদস্যরাই ময়নালদের ফোন করে খবর দেন।”
 

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। তিনি আরও বলেন, “ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫