|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৩১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ মার্চ ২০২৫ ১১:৩৩ পূর্বাহ্ণ

ইকরা’অ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল


ইকরা’অ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল


মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-


 

ইকরা’অ স্বেচ্ছাসেবী সংগঠন চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে বেলেপুকুর গ্রামের মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত, কোরআন প্রতিযোগিতা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 

শনিবার (২২ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের কিডস্ ভ্যালী স্কুলের মিলনায়তনে এ আয়োজন করে সংগঠনটি।
 

এসময় উপস্থিত ছিলেন ইকরা’অ স্বেচ্ছাসেবী সংগঠন সভাপতি ওবায়দুল হক, সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সহ-সংগঠনিক সম্পাদক আল আমিন, প্রচার সম্পাদক সোহেল রানা, কার্যকরী সদস্য হাবিবুর রহমান তারেক, রাসেল প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য কর্মীরা।

প্রথমেই ছোট ছোট শিশুরা কোরআন তেলাওয়াত ও কোরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। উক্ত কোরআন প্রতিযোগিতার বিচারক ছিলেন সংগঠনের ধর্ম বিষয়ক মাওঃ আনোয়ারুল ইসলাম। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে সম্মানজনক পুরস্কার প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি ওবায়দুল হক জানান সাধারণ শিক্ষার্থীদের পবিত্র আল-কুরআন তিলাওয়াত শেখা এবং তদানুযায়ী আমল করার প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫