নিখোঁজের ৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন (ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-
কক্সবাজার শহরের কলাতলী এলাকায় নিখোঁজের ৮ ঘণ্টা পর আল মুহাম্মদ হক আহাদ (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১টার দিকে ডিসির পাহাড় সংলগ্ন একটি খালি প্লটে শিশুটির মরদেহ পাওয়া যায়। বিকেল ৫টা থেকে আহাদ নিখোঁজ ছিল।
আহাদ ওই এলাকার বাসিন্দা অনোয়ারুল হকের সন্তান এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী।
শিশুর বাবা জানান, আহাদ বিকেলে বন্ধুর সঙ্গে খেলতে বের হয়। একপর্যায়ে দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি চকোলেট দিয়ে প্রলোভন দেখিয়ে আহাদ ও তার বন্ধুকে গাড়িতে তোলার চেষ্টা করে। আহাদের বন্ধু পালাতে সক্ষম হলেও আহাদকে তারা ধরে ফেলে।
সন্ধ্যার পরও আহাদ বাড়ি না ফেরায় এলাকায় খোঁজাখুঁজি শুরু হয় এবং পুলিশকে জানানো হয়। রাত ১টার দিকে প্রতিবেশীরা ডিসির পাহাড়ের খালি প্লটে একটি শিশু পড়ে থাকতে দেখে খবর দিলে, ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে শনাক্ত করা হয়।
কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান জানান, নিখোঁজ হওয়ার পর আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন। পরে রাত ১টার দিকে বাড়ির পাশের সীমানা দেয়াল ঘেরা খালি প্লটে শিশুটির নিথর দেহ পাওয়া যায়। দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুর গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বজনরা। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আইনগত প্রক্রিয়া ও মৃত্যুর রহস্য উদঘাটনের কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫