|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:২৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ৩১ আগu ২০২৪ ০৫:২৭ অপরাহ্ণ

গণমাধ্যমকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে জামায়াতের আহ্বান


গণমাধ্যমকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে জামায়াতের আহ্বান


ঢাকা প্রেস
হাতিয়া প্রতিনিধি:-


হাতিয়া উপজেলার জামায়াতে ইসলামী আমির মাস্টার বোরহানুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করে দেশের অসহায় মানুষের কল্যাণে গণমাধ্যমের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

 

শুক্রবার (৩০ আগস্ট) রাতে দারুল আইতাম এতিমখানায় আয়োজিত এই সভায় তিনি বলেন, "জামায়াতে ইসলামী স্বাধীন গণমাধ্যমকে সর্বাত্মক সহযোগিতা করবে। বিগত দিনে যেসব বিষয় জনগণের সামনে তুলে ধরা হয়নি, সেগুলো এখন জাতির সামনে তুলে ধরার দায়িত্ব গণমাধ্যমের।"
 

হাতিয়ার অসংখ্য সম্পদ থাকা সত্ত্বেও তা কিছু নির্দিষ্ট ব্যক্তির দখলে থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, "আমাদের পাশেই নিঝুম দ্বীপ রয়েছে। এই সম্পদগুলো কাজে লাগিয়ে দেশ গড়তে হবে। এই ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই গণমাধ্যম দেশের জনগণের কল্যাণে তাদের দায়িত্ব পালন করবে।"
 

এই মতবিনিময় সভায় জামায়াতে ইসলামী উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুর উদ্দিন মেশকাত, প্রচার সম্পাদক ওসমান গণি রুবেলসহ হাতিয়ায় কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫