|
প্রিন্টের সময়কালঃ ২৪ এপ্রিল ২০২৫ ০৯:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ এপ্রিল ২০২৫ ১২:৪৭ অপরাহ্ণ

বাবার ভুলের জন্য দুঃখ প্রকাশ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ


বাবার ভুলের জন্য দুঃখ প্রকাশ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার বাবার নামে ঠিকাদারি লাইসেন্স ইস্যুর বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন এবং সেই প্রসঙ্গে দুঃখ প্রকাশ করেছেন।
 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি।”
 

তিনি জানান, গতকাল রাত ৯টার দিকে এক সাংবাদিক তার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্স বিষয়ে জানতে চান। বিষয়টি জানার পর তিনি বাবার সঙ্গে কথা বলেন এবং নিশ্চিত হন যে, জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে একটি ঠিকাদারি লাইসেন্স সংগ্রহ করেছেন তার বাবা।

 


 

আসিফ মাহমুদ লিখেন, “আমার বাবা একজন স্কুলশিক্ষক। তিনি আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। একজন স্থানীয় ঠিকাদার বাবাকে পরিচয় ব্যবহারের অনুরোধ জানালে, বাবাও তার কথায় রাজি হয়ে লাইসেন্সটি করেন। যদিও রাষ্ট্রের যেকোনো নাগরিক ব্যবসা করার জন্য লাইসেন্স নিতে পারে, তবুও আমি দায়িত্বে থাকা অবস্থায় এটি স্বার্থসংঘাতের (Conflict of Interest) বিষয় হয়ে দাঁড়ায়।”
 

তিনি আরও জানান, বিষয়টি বুঝিয়ে বলার পর তার বাবা নিজেই লাইসেন্স বাতিলের আবেদন করেন, এবং আজ তা বাতিল করা হয়েছে। এছাড়া, লাইসেন্সটি ব্যবহার করে কোনো কাজের জন্য এখনো পর্যন্ত কোনো আবেদনও করা হয়নি বলে তিনি উল্লেখ করেন।
 

এই পোস্টের মাধ্যমে আসিফ মাহমুদ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা আলোচনা-সমালোচনারও ব্যাখ্যা দিয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫