মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ১০ শর্ত প্রত্যাহারের দাবি
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে আরোপিত ১০টি শর্ত বাতিল করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, সৌদি আরবে আগের মতো ২৪টি ভিসা পর্যন্ত সত্যায়ন ব্যতীত বহির্গমন ছাড়পত্র প্রদানের এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি তোলা হয়েছে।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। আয়োজনটি করা হয় বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের ব্যানারে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সংসদ সদস্য ও বায়রার সাবেক সভাপতি এম. এ. এইচ. সেলিম। তিনি বলেন, মালয়েশিয়ার সরকার রিক্রুটিং এজেন্সি নির্বাচনের জন্য ১০টি অযৌক্তিক শর্ত আরোপ করেছে।
তিনি আরও জানান, নেপাল সরকার ইতোমধ্যেই মালয়েশিয়ার এই শর্তগুলো প্রত্যাখ্যান করেছে। তবে বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংশ্লিষ্ট এজেন্সিগুলোর সঙ্গে আলোচনা না করেই ২৯ অক্টোবর রিক্রুটিং এজেন্সিগুলোকে আবেদন প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে। এই প্রক্রিয়া বাস্তবায়িত হলে কর্মীদের অভিবাসন খরচ বাড়বে।
এম. এ. এইচ. সেলিম শর্তগুলো বিশদভাবে তুলে ধরে বলেন, এতে রয়েছে – ১০ হাজার বর্গফুটের অফিস, একই অফিস থেকে তিন বছরে ন্যূনতম তিন হাজার কর্মী পাঠানোর প্রমাণ, বিভিন্ন দেশের নিয়োগকর্তার প্রশংসাপত্র এবং নিজের নামে ও তত্ত্বাবধানে প্রশিক্ষণ কেন্দ্র থাকা। তিনি সতর্ক করে বলেন, এই শর্ত বাস্তবায়িত হলে অভিবাসন খরচ বাড়বে এবং অধিকাংশ রিক্রুটিং এজেন্সি বাজার থেকে বাদ পড়বে, যা ‘সিন্ডিকেটের আধুনিক সংস্করণ’ হিসেবে পরিণত হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫