|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৫:৪১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ নভেম্বর ২০২৪ ০২:৫৮ অপরাহ্ণ

হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ ছিল অনুঘটক: ড. ইফতেখারুজ্জামান


হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ ছিল অনুঘটক: ড. ইফতেখারুজ্জামান


ঢাকা প্রেস নিউজ
 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ একটি অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
 

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর মাইডাস সেন্টারে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।
 

ড. ইফতেখারুজ্জামান বলেন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত। বিচার বিভাগের সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কারের প্রয়োজন রয়েছে। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
 

এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা মোকাবেলায় আইনি সহায়তা প্রদানের জন্য পাশে থাকার ঘোষণা দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক।
 

কর্মশালায় সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) সভাপতি মাসউদুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানীসহ অন্যান্য বক্তারা উপস্থিত ছিলেন।
 

উল্লেখ্য, টিআইবি ও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫