সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে নিয়োগে অনিয়ম : জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা বরখাস্ত

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন ষ্টাফ রিপোর্টার ( কক্সবাজার):-
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কক্সবাজারের রামুতে অবস্থিত কার্যালয়ে আবেদন না করে চাকরি পাওয়া সেই চিকিৎসা কর্মকর্তা (শিক্ষানবিশ) ডা. ফাতেমা রহমানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার, ৩ অক্টোবর সমুদ্র গবেষণা ইনস্টিটিউট (বুরির) মহাপরিচালক অধ্যাপক ড. তৌহিদা রশীদ স্বাক্ষরিত এক আদেশে তাঁর চাকরিচ্যুতির কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ২০২২ সালের ২৯ আগস্ট বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে যোগদানের পর আচরণ ও কর্ম সন্তোষজনক নয়। এ বিষয়ে তাঁকে বিভিন্ন সময়ে সতর্ক ও কারণ দশার্নোর নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তাঁর কার্যক্রমের রেকর্ড অনুযায়ী কর্মদক্ষ হওয়ার সম্ভাবনা নেই। এ ছাড়া সম্প্রতি বুরির নিরীক্ষা দল মেডিকেল অফিসারের নথিতে আবেদন না করা সত্বেও তাঁকে জাল জালিয়াতির মাধ্যমে নিয়োগ দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এসব কারণে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের কর্মচারি চাকুরি প্রবিধানমালা ও নিয়োগপত্রের শর্তাবলী অনুযায়ী ফাতেমা রহমানের চাকুরী অবসান করা হয় বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
একই দিন বুরির মহাপরিচালকের স্বাক্ষরে অপর এক প্রজ্ঞাপনে সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা (শিক্ষানবিশ) সীমা রানীর চাকুরী অবসান করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সমদ্র গবেষণা ইনস্টিটিউটের বায়োলজিক্যাল ওশানোগ্রাফি বিভাগে সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা নিয়োগে চাওয়া শিক্ষাগত যোগ্যতা তাঁর নেই। চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে এই পদে ডক্টরেট ডিগ্রি, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি চাওয়া হয়েছে। তিনি চাকরির আবেদনে ডক্টরেট ডিগ্রিতে অধ্যয়ন আছেন উল্লেখ করলেও অদ্যাবদি সনদ জমা দেননি। প্রজ্ঞাপনে আরও বলা হয়, চিকিৎসক ও জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা
নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী তাঁর কোনো স্নাতক (সম্মান) ডিগ্রি নেই। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে ডিগ্রি (পাস) কোর্স সম্পন্ন করেছেন। সেই প্রেক্ষিতে নিয়োগের বাছাই কমিটি তাঁর আবেদন বাতিল করে। তারপরও অনিয়মের মাধ্যমে তিনি এ পদে নিয়োগ পেয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫