|
প্রিন্টের সময়কালঃ ২৭ এপ্রিল ২০২৫ ০৫:৩৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ এপ্রিল ২০২৫ ০৫:১৪ অপরাহ্ণ

গুজরাটে এক হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার


গুজরাটে এক হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার


অনলাইন ডেস্ক:-

 

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে বৃহৎ অভিযানে এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতভর আহমেদাবাদ ও সুরাট শহরে যৌথ অভিযান চালিয়ে এসব অভিবাসীকে আটক করা হয় বলে জানিয়েছেন গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি।
 

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুধু আহমেদাবাদেই গ্রেপ্তার করা হয়েছে ৮৯০ জন এবং সুরাট থেকে ১৩৪ জন বাংলাদেশিকে। হর্ষ সাংঘভি এই অভিযানের প্রশংসা করে বলেন, গুজরাটে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় অভিযান।
 

মন্ত্রী আরও জানান, রাজ্যে অবস্থান করা সব অবৈধ অভিবাসীকে পুলিশের কাছে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। যারা এ নির্দেশ অমান্য করবে, তাদের গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানো হবে। পাশাপাশি যারা অবৈধ অভিবাসীদের আশ্রয় দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।
 

এছাড়া, গ্রেপ্তার হওয়া অনেক বাংলাদেশির বিরুদ্ধে মাদক চোরাচালান ও মানবপাচারের অভিযোগ রয়েছে বলে জানান মন্ত্রী। কয়েকজনকে জঙ্গি সংগঠন আল-কায়েদার স্লিপার সেলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও তিনি জানান।
 

মন্ত্রী হর্ষ সাংঘভি বলেন, রাজ্য পুলিশ অবৈধ বাংলাদেশি অভিবাসীদের গ্রেপ্তারে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫