|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৩৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ অক্টোবর ২০২৪ ০৫:৫৯ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের মন্তব্য: ভারতের সঙ্গে বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা


যুক্তরাষ্ট্রের মন্তব্য: ভারতের সঙ্গে বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা


ঢাকা প্রেস
আন্তর্জাতিক ডেস্ক:-

 

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে ভারতের সঙ্গে বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন।
 

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মিলার জানান, ভারত সরকারের কর্মকর্তাদের সঙ্গে তাদের বৈঠকগুলিতে বাংলাদেশ প্রায়শই আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে। তবে, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থির করার অভিযোগের বিষয়ে তিনি কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
 

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে মিলার বলেন, তারা বাংলাদেশ সরকারের সঙ্গে অর্থনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র, নিরাপত্তা এবং রোহিঙ্গা শরণার্থী সংকটের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে যাচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫