|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৪২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:১২ অপরাহ্ণ

সাংবাদিকদের সত্যনিষ্ঠ ও নীতির প্রশ্নে আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী


সাংবাদিকদের সত্যনিষ্ঠ ও নীতির প্রশ্নে আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী


অনলাইন ডেস্ক:-

 

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, একজন ভালো সাংবাদিককে সাহসী হওয়ার পাশাপাশি সত্যনিষ্ঠ ও নীতির প্রশ্নে আপসহীন থাকতে হবে এবং ন্যায়ের প্রশ্নে অবিচল থাকতে হবে।
 

রোববার সাংবাদিক ইউনিয়ন যশোরের চার যুগপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কাদের গনি চৌধুরী আরও বলেন, সাংবাদিকরাই সাংবাদিকতা বাঁচিয়ে রাখতে পারেন। এর জন্য প্রয়োজন ঐক্য, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, সততা, স্বাধীনতা এবং জবাবদিহিতা।
 

তিনি বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা, যার মূল লক্ষ্য মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা, সমাজের বিভিন্ন অসঙ্গতি, অনিয়ম ও অবিচার তুলে ধরা। রাজধানীর মতো মফস্বলেও সাংবাদিকরা আত্মনিয়োগ করে সমাজকল্যাণ ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রকৃত সাংবাদিকরা কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসা ও জনসেবার ব্রত নিয়ে এই ঝুঁকিপূর্ণ পেশায় আসেন।
 

সাংবাদিকদের কাজ সম্পর্কে তিনি বলেন, গণমাধ্যম হলো সমাজের দর্পণ, যেখানে সমাজের প্রকৃত চিত্র প্রতিফলিত হয়। অন্যায়, অনিয়ম, নিপীড়ন, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে একজন সাংবাদিককে সবসময় সোচ্চার থাকতে হয়। ক্ষমতাধরদের চাপ উপেক্ষা করে তাদের নির্ভীক ও নিরলসভাবে কাজ করতে হয়। অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও সাংবাদিকদের দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যেতে হয়।
 

তিনি আরও বলেন, সত্যনিষ্ঠতা, নীতি ও আদর্শ ধরে রেখে যারা সাংবাদিকতা করেন, তাদের অনেকেই আর্থিক অনটনের মধ্য দিয়ে দিন কাটান। সংসার চালানো তাদের জন্য কঠিন হয়ে পড়ে, দারিদ্র্যের শৃঙ্খলে তাদের জীবন আবদ্ধ থাকে।
 

তবে তিনি সাংবাদিকতার জগতে কিছু নেতিবাচক দিকেরও উল্লেখ করেন। কাদের গনি চৌধুরী বলেন, কিছু অযোগ্য ও স্বার্থান্বেষী ব্যক্তি সাংবাদিকতা পেশাকে কলঙ্কিত করছে। মহৎ উদ্দেশ্য নয়, বরং অর্থলিপ্সা ও প্রভাব বিস্তারের ইচ্ছা থেকেই অনেকে এ পেশায় যুক্ত হয়। কিছু ভুঁইফোড় সংবাদ মাধ্যমের পরিচয়ে তারা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করে এবং দ্রুত সম্পদের মালিক হয়ে যায়। এই ধরনের অপসাংবাদিকতা রুখে দাঁড়াতে হবে, নতুবা সাধারণ মানুষ সাংবাদিকদের ওপর আস্থা হারাবে।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম। আলোচনায় আরও অংশ নেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল মজিদ, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, বিএনপির কেন্দ্রীয় নেতা টিএস আইয়ুব, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনিসুজ্জামান, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়, সহসভাপতি বিএম আসাদ, যুগ্ম সম্পাদক গালিব হাসান পিল্টু প্রমুখ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫