|
প্রিন্টের সময়কালঃ ১৭ নভেম্বর ২০২৫ ০১:৩৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ নভেম্বর ২০২৫ ০৮:৩৭ অপরাহ্ণ

মাদারগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাজানো অগ্নিকাণ্ড নাটকের অভিযোগ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের দাবি


মাদারগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাজানো অগ্নিকাণ্ড নাটকের অভিযোগ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের দাবি


মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:


 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী পূর্বপাড়ায় দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে ‘নিজেদের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটিয়ে’ তাকে ফাঁসানোর অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা আবু বক্কর গেন্দা।


রবিবার (১৬-১১-২৫) নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ঘটনাটি বিস্তারিত তুলে ধরেন।

 

সংবাদ সম্মেলনে আবু বক্কর জানান, তার প্রতিবেশী মোতাহার, আশরাফ, ওমর ফারুক লিপন এবং ইসা আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন।
 

তিনি অভিযোগ করে বলেন,
“১৪ নভেম্বর গভীর রাতে তারা নিজেদের বাড়িতেই আগুন লাগিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার চেষ্টা করেছে। ঘটনাটি সম্পূর্ণ সাজানো, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমাদের পরিবারকে হয়রানি করতেই এই নাটক করা হয়েছে।”

 

তিনি আরও বলেন, চলমান মামলাকে প্রভাবিত করার জন্য প্রতিপক্ষ বিভিন্ন সময় ভয়ভীতি, হুমকি ও হয়রানিমূলক আচরণ করে আসছে। অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করেও তার পরিবারকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
 

আবু বক্কর গেন্দা ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
 

সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫