|
প্রিন্টের সময়কালঃ ২১ ডিসেম্বর ২০২৫ ০৯:২৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ ডিসেম্বর ২০২৫ ০৬:০২ অপরাহ্ণ

এক সপ্তাহে সৌদি আরবে ১৭ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার


এক সপ্তাহে সৌদি আরবে ১৭ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার


অনলাইন ডেস্ক

 

সৌদি আরবে অবৈধ অবস্থান ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে চালানো ব্যাপক অভিযানে এক সপ্তাহে ১৭ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
 

বিবৃতিতে বলা হয়, ১১ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সহযোগিতায় সারাদেশে সমন্বিত তল্লাশি ও অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম ওকাজ-এর খবরে জানানো হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে ১১ হাজার ১৯০ জন আবাসন (ইকামা) আইন লঙ্ঘনকারী। এছাড়া ৩ হাজার ৮০১ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৮৮৯ জন শ্রম আইন ভঙ্গের দায়ে আটক হয়েছেন।
 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরবর্তী পদক্ষেপ হিসেবে ২০ হাজারের বেশি আইনভঙ্গকারীকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি ৫ হাজার ৮০ জনকে ভ্রমণের চূড়ান্ত প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে ১২ হাজার ৬৬১ জনকে দেশ থেকে ফেরত পাঠানো হয়েছে।
 

অভিযান চলাকালে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় ১ হাজার ৫০৯ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪৪ শতাংশ ইয়েমেনি, ৫৫ শতাংশ ইথিওপীয় এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়া অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় আরও ৪০ জনকে আটক করা হয়েছে।
 

অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় বা কাজের সুযোগ দেওয়ার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে ২৯ হাজার ৭৭১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের মধ্যে ২৮ হাজার ১৯৮ জন পুরুষ এবং ১ হাজার ৫৭৩ জন নারী।
 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে প্রবেশ, পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন ও অবৈধভাবে আশ্রয় দেওয়া সম্পত্তি জব্দ করা হতে পারে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫