রায়পুরায় ১ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নরসিংদী জেলা প্রতিনিধি:-
নরসিংদীর রায়পুরা উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৯ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাহমুদাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাহমুদাবাদ লিজা জর্দা কোম্পানির সামনে থেকে আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ এলাকার ওবায়েদ উল্লাহর ছেলে সৌরভ মিয়া (২৬)–কে আটক করা হয়। তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক সৌরভের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫