|
প্রিন্টের সময়কালঃ ২৪ জুলাই ২০২৫ ০৯:৫০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ জুলাই ২০২৫ ০৮:৩৯ অপরাহ্ণ

গ্রাম পুলিশের বেতন ও ভাতা বাড়লো


গ্রাম পুলিশের বেতন ও ভাতা বাড়লো


গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বেতন-ভাতা এবং অবসরকালীন বা মৃত্যুকালীন (আনুতোষিক) ভাতা বাড়িয়েছে সরকার। সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি স্থানীয় সরকার বিভাগ থেকে দেশের সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে পাঠানো হয়েছে।
 

চিঠিতে জানানো হয়, অর্থ বিভাগ গত ২০ মে এই প্রস্তাব অনুমোদন করেছে। এতে ইউনিয়ন পরিষদের অধীনে কর্মরত গ্রাম পুলিশ বাহিনীর দফাদারদের বেতন ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা এবং মহল্লাদারদের বেতন ৬ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
 

এছাড়া দফাদারদের অবসরকালীন বা মৃত্যুকালীন আনুতোষিক ভাতা ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং মহল্লাদারদের ভাতা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এসব ভাতা সরকারি ও ইউনিয়ন পরিষদের অংশীদারিত্বে ৫০:৫০ অনুপাতে পরিশোধ করা হবে।
 

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য গ্রাম পুলিশের (দফাদার ও মহল্লাদার) বর্ধিত বেতন এবং আনুতোষিক ভাতার সরকারি অংশের বরাদ্দ চাহিদা পাঠাতে সংশ্লিষ্ট ডিসিদের অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একইসঙ্গে, ইউনিয়ন পরিষদগুলোকেও নিজস্ব আয় থেকে নির্ধারিত অংশ বরাদ্দ দিতে বলা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫