আমরা ভালো থাকলে ভারতও ভালো থাকবে: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লালমনিরহাট প্রতিনিধি:-
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা ভারতের আধিপত্যের ছায়া আর দেখতে চাই না। পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সমতার ভিত্তিতে প্রতিবেশী হয়ে থাকতে চাই। আমরা ভালো থাকলে ভারতও ভালো থাকবে। আমাদের ভালো কেড়ে নিলে, তারাও ভালো থাকবে কিনা—সেটা তাদের ভাবতে হবে।”
শনিবার সকালে লালমনিরহাট জেলা কালেক্টরেট মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, “লালমনিরহাট সীমান্তে বিএসএফ-এর গুলিতে হাসিনুর রহমান নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ঠান্ডা মাথায় তাকে গুলি করে হত্যার পর লাশ টেনে ওপারে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের সীমান্তরক্ষীরা কখনো ভারতীয় ভূখণ্ডে গিয়ে এমন কাজ করে না। কারণ, আমরা তাদের স্বাধীনতা ও মর্যাদাকে সম্মান করি। সেই সম্মান বাংলাদেশেরও প্রাপ্য।”
তিস্তা নদী ইস্যুতে তিনি বলেন, “তিস্তার কারণে প্রতিবছর উত্তরাঞ্চলের মানুষ আতঙ্কে থাকে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো হুমকি-ধমকিকে তোয়াক্কা করা যাবে না।”
ধর্মীয় সম্প্রীতি বিষয়ে জামায়াত আমির বলেন, “টানা ১৫ দিন আমরা মসজিদ, মন্দির, মঠ ও চার্চ পাহারা দিয়েছি। আমরা এমন একটি দেশ চাই, যেখানে কোনো উপাসনালয়ে পাহারা দিতে না হয়। দীর্ঘ ৫৩-৫৪ বছর ধরে সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠ বলে সমাজকে বিভক্ত করা হয়েছে। আমাদের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। রংপুরের মৎস্যপল্লী, দিনাজপুরের সাঁওতাল পল্লী এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু পল্লীতে আগুন, লুটপাট ও হামলা—এসব ঘটিয়েছে তারাই, যারা মুখে হিন্দুদের জন্য মায়াকান্না করে।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের আগে দুটি বিষয় অবশ্যই নিশ্চিত করতে হবে—এক, খুনিদের বিচার দৃশ্যমান করতে হবে; দুই, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। এই দুই শর্ত ছাড়া জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। আমরা বিচার ও সংস্কারসহ একটি অংশগ্রহণমূলক নির্বাচন চাই।”
জনসভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের। আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এবং জেলার অন্যান্য নেতৃবৃন্দ। এ ছাড়া লালমনিরহাট হিন্দু কল্যাণ ট্রাস্টের সভাপতি পুস্পজিৎ বর্মণও জনসভায় বক্তব্য রাখেন।
জনসভায় প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫