|
প্রিন্টের সময়কালঃ ০৬ মার্চ ২০২৫ ০৬:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ মার্চ ২০২৫ ০৩:০০ অপরাহ্ণ

কোটি টাকা প্রতারণার মামলায় জেমস গ্রুপের এমডি কারাগারে


কোটি টাকা প্রতারণার মামলায় জেমস গ্রুপের এমডি কারাগারে


কোটি টাকার প্রতারণার অভিযোগে জেমস গ্রুপের (জেমস ট্রেডিং লি.) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহাদাত হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সম্প্রতি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অধীন ভাটারা আমলী আদালত পেনাল কোডের ৪২০/৪০৬/৫০৬ নং ধারায় এই আদেশ দেন। আদালতের আদেশের পর শাহাদাতকে কারাগারে পাঠানো হয়।
 

শাহাদাত হোসেন লক্ষ্মীপুর জেলা সদরের ফতেধর্মপুর গ্রামের মো. সামছুল ইসলামের ছেলে। মামলার বাদী মোহাম্মদ মাসুদ চৌধুরী। বাদীর আইনজীবী তামান্না পারভীন জানান, আসামী শাহাদাত হোসেন বাদী মোহাম্মদ মাসুদ চৌধুরীর সঙ্গে বিশ্বাস ভঙ্গ, প্রতারণা এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জামিনের শর্ত লঙ্ঘন করেছেন, যার কারণে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
 

মামলার এজাহার সূত্রে জানা যায়, শাহাদাত হোসেন বাদী মোহাম্মদ মাসুদ চৌধুরীর কাছ থেকে একটি ভবনের নিচতলা পাঁচ বছরের জন্য ভাড়া নেন। প্রথম পাঁচ বছর চুক্তি অনুযায়ী ভাড়া দেওয়া হলেও পরবর্তী সময়ে নতুন চুক্তি না করে অবৈধভাবে ভবন দখল করে রাখেন এবং ২০১৯ সাল থেকে কোনো ভাড়া প্রদান করেননি।
 

বাদীর অভিযোগ, তৎকালীন ক্ষমতাসীন সরকারের প্রভাব দেখিয়ে পাঁচ বছরেরও বেশি সময় ধরে ভবন দখল করে রেখেছেন আসামি। এতে বাদী কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ভাড়া চাইলে বাদীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। উপায়ান্তর না পেয়ে বাদী গত ২২ ডিসেম্বর আদালতের দ্বারস্থ হন। আদালত সমস্ত বিষয় আমলে নিয়ে সম্প্রতি আসামির বিরুদ্ধে সমন জারি করেন। জামিন চাইতে গেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সারাহ ফারজানা জামিন নামঞ্জুর করে শাহাদাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫