|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৬:৪৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ মে ২০২৪ ১২:২০ পূর্বাহ্ণ

কুড়িগ্রামে শিক্ষার্থীদের জন্য ১ টাকায় ১০ টি হাতপাখা


কুড়িগ্রামে শিক্ষার্থীদের জন্য ১ টাকায় ১০ টি হাতপাখা


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

ঢাকা প্রেসঃ

কুড়িগ্রামের সদরের একটি বিদ্যালয়ে এক টাকার বিনিময়ে ১০টি হাতপাখা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল)। তীব্র গরমে স্কুলের শিক্ষার্থীদের পড়াশোনার ভোগান্তি দূর করতে ও পাঠদানের সুবিধার্থে এ উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

 

রোববার (১৯ মে) দুপুরে উপজেলার আরাজী কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব পাখা তুলে দেন প্রধান শিক্ষক হাসিনা আক্তার বানু ও ফুলের নির্বাহী পরিচালক মো. আব্দুল কাদের।

 

জানা যায়, ফুল সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্য ও অসহায়দের সহায়তায় প্রায় দুই যুগ ধরে কাজ করছে। এরই ধারাবাহিকতায় তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব করতে চরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক টাকার বিনিময়ে ১০টি পরিবেশ বান্ধব হাত পাখা বিক্রির উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

হাত পাখা পেয়ে শিক্ষার্থী আকলিমা খাতুন বলেন, আমাদের স্কুলে সব সময় বিদ্যুৎ থাকে না। গরমে ক্লাসের বই খাতা দিয়ে বাতাস করতে হয়। এতে বই খাতা নষ্ট হয়ে যায়। এখন হাত পাখা পাইলাম। আমাদের আর কষ্ট করতে হবে না।

 

রাজু আহমেদ নামে আরেক শিক্ষার্থী বলেন, কয়েকদিন ধরে প্রচন্ড গরম পড়ছে। ঠিক মতো বিদ্যুৎ থাকে না, খুব কষ্ট হয়। আজ ফুলের হাত পাখা পেয়ে খুব ভালো লাগলো।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার বানু বলেন, এ অঞ্চলে পল্লী বিদ্যুৎ সব সময় থাকে না। ফলে প্রচন্ড গরমে স্কুলের বাচ্চাদের কষ্ট হতো। বই-খাতা দিয়ে গরম নিবারণের চেষ্টা করতো। ফুল সংগঠন চরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে এক টাকায় পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে। আমি শিক্ষার্থীদের জন্য দুই টাকায় ২০টি হাত পাখা কিনেছি। এমন উদোগ নেয়ার জন্য ফুলকে ধন্যবাদ জানাই।

 

এ বিষয়ে ফাইট আনটিল লাইটের (ফুল) নির্বাহী পরিচালক মো. আব্দুল কাদের বলেন, ফুল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মানুষের কল্যাণে সবসময় কাজ করা চেষ্টা করে থাকে। আমরা চরাঞ্চলের শিক্ষার্থীদের কথা চিন্তা করে নামমাত্র মূল্যে পরিবেশ বান্ধব হাত পাখা বিক্রি উদ্যোগ নিয়েছি। আগামীতেও এ ধারা অব্যহত থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫