শুরু করেছিলেন মাত্র সাড়ে ৭ রুপি পারিশ্রমিক দিয়ে অভিনয় জীবন নাসিরউদ্দিন

অভিনেতা নাসিরউদ্দিন শাহর বয়স এখন ৭৩। ক্যামেরার সামনে প্রথম যেদিন দাঁড়ান, তখন তাঁর বয়স মাত্র ১৭। বড় কোনো চরিত্র নয়, চরিত্রটা ছিল ভিড়ের মধ্যে শুধু দাঁড়িয়ে থাকা।
ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ক্যারিয়ার শুরু করা সেই বালক এখনো দাপটের সঙ্গে বলিউডে অভিনয় করে যাচ্ছেন। সম্প্রতি তিনি জানালেন, সেদিন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকার জন্য কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
এক সাক্ষাৎকারে নাসিরউদ্দিন শাহ জানান, এই চরিত্রের জন্য তাঁকে মাত্র সাড়ে সাত রুপি দেওয়া হয়েছিল। সেই দিনের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, লিংকং রোডের পাশে একটা রেস্তোরাঁ ছিল, যেখানে নিজের ভাগ্য বদলাতে ভিড় করতেন নাসিরউদ্দিনের মতো অনেকেই।
একদিন তাঁদের ভাগ্য বদলাতে একজন আসে। সেই লোকটি ১০ জনকে বাছাই করে বলে পরদিন যেন নাটরাজ স্টুডিওতে তারা পৌঁছে যায়।
সেখানে অংশ নেন ‘আমান’ সিনেমার শুটিংয়ে। তাঁর কাজ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা। ক্যামেরায় আসার জন্য এই ভিড়ে অনেক কষ্ট করে প্রথম সারিতে দাঁড়িয়েছিলেন নাসিরউদ্দিন শাহ। প্রথম ক্যামেরার সামনে কাজ, স্বভাবত খুশিই হওয়ার কথা। উচ্ছ্বসিত নাসির লাফাতে লাফাতে বাড়ি গিয়ে সুখবরটি দেন। কিন্তু তাঁর চরিত্রটা কী ছিল, তা লজ্জায় বলতে পারেননি।
শুধু তা–ই নয়, কোনো ইউনিয়নের সঙ্গে যুক্ত না থাকায় পারিশ্রমিকও পেয়েছিলেন অর্ধেক। এই ধরনের চরিত্রের জন্য পারিশ্রমিক নির্ধারিত ছিল ১৫ রুপি। কিন্তু তাতে নাসিরউদ্দিনের কোনো আপত্তি নেই। তাঁর কাছে গুরুত্বপূর্ণ ছিল প্রথম অভিনয়ের আনন্দ। তিনি জানান, সেই দিনের স্মৃতি তিনি কখনো ভুলবেন না।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫