সায়দাবাদ বাস টার্মিনালে ‘কুলি মজুরি’ ও ‘সিটি টোল’-এর নামে অবৈধ চাঁদাবাজি

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন স্থানে ‘সিটি টোল’ ও ‘কুলি মজুরির’ নামে অবৈধভাবে চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে।
বিশেষ করে সায়দাবাদ বাস টার্মিনালে শর্ত অনুযায়ী যেসব বাস প্রবেশ করে, সেগুলোর কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে টাকা আদায় করা হচ্ছে। ‘সিটি টোল’ এর নামে এই অর্থ আদায়কে অনেকেই চাঁদাবাজি হিসেবে দেখছেন।
স্থানীয় পরিবহন মালিক ও চালকদের অভিযোগ, নির্ধারিত কোন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই কিছু ব্যক্তি বা চক্র এভাবে নিয়মিত অর্থ আদায় করছে, যা পুরোপুরি বেআইনি।
এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।
এ সংক্রান্ত বিষয়ে কার্যাদেশটি তুলে ধরা হলো:
বিষয়: সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল ফি, টয়লেট, গোসলখানা ব্যবহার ও গাড়ি ধৌতকরণ ফি এবং কুলিমজুরী খাতে ১ (এক) বৎসরের জন্য রাজস্ব আদায় কাজে ইজারাদার নিয়োগ।
সূত্র: স্মারক নং ৪৬.২০৭.০০২.১৬.০৩.১৯৪.২০২৩-১০৪, তারিখ: ২৭/১১/২০২৩ খ্রিস্টাব্দ।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল ফি, টয়লেট, গোসলখানা ব্যবহার ও গাড়ি ধৌতকরণ ফি এবং কুলির মজুরী খাতে রাজস্ব আদায়ের লক্ষ্যে ১ (এক) বৎসর মেয়াদে ইজারায় আপনার প্রতিষ্ঠানের দাখিলকৃত দর ৫.৬৮,১৭,০৩০/- (পাঁচ কোটি আটষট্টি লক্ষ সতেরো হাজার ত্রিশ) টাকা কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়।
সেপ্রেক্ষিতে দরের সম্পূর্ন ৫.৬৮.১৭,০৩০/- টাকা, জামানত বাবদ ২৮,৪০,৮৫২/- টাকা এবং ১৫% ভ্যাট বাবদ ৮৫,২২,৫৫৫/- ও ১০% আয়কর বাবদ ৫৬,৮১,৭০৩/- জমা প্রদান করায় নিম্নবর্ণিত শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে আগামী ০২/০২/২০২৪ হতে ০১/০২/২০২৫ খ্রিঃ তারিখ পর্যন্ত ১ (এক) বছরের জন্য সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল ফি, টয়লেট, গোসলখানা ব্যবহার ও গাড়ি ধৌতকরণ ফি এবং কুলির মজুরী খাতে রাজস্ব আদায় কাজে ইজারাদার নিয়োগের কার্যাদেশ প্রদান করা হলো।
উক্ত মেয়াদ অতিবাহিত হওয়ার পর আপনার কার্যাদেশ বাতিল বলে গণ্য হবে।
শর্তাবলী:
১. ইজারাদার সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালের আওতাভূক্ত রুটে চলাচলকারী প্রতি বাস/ মিনিবাস হতে প্রতি পঞ্জিকা দিবসে ৬০/-(ষাট) টাকা হারে টোল/টার্মিনাল ফি অনুমোদিত রশিদ বহির মাধ্যমে আদায় করবে।
২. টয়লেট ব্যবহার ফি প্রশ্রাব/পায়খানা ৫/- (পাঁচ) টাকা, গোসল ১০/- (দশ) টাকা হারে আদায় করবে।
৩. প্রতি বাস/মিনিবাস ধৌত করণ ফি (র্যাম্প ছাড়া) ৪০/- (চল্লিশ) টাকা হারে আদায় করবে।
৪. মালামাল উঠানামা করার জন্য কর্পোরেশনের অনুমোদিত হারে (তালিকা সংযুক্ত) কুলির মজুরী আদায় করবে।
৫. ইজারাদারকে টয়লেট, গোসলখানা এবং গাড়ী ধৌত করণ কাজে ব্যবহৃত স্থান ব্লিচিং পাউডার, ফিনাইল এর ন্যায় জীবানুনাশক ঔষধ ব্যবহার করে সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
৬. ইজারাদার সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালের বৈদ্যুতিক ও পানির বিল তার নিজ তহবিল হতে পরিশোধ করবেন এবং ব্যবহৃত বিদ্যুৎ এবং পানির বিল পরবর্তী মাসের ৭ (সাত) তারিখের মধ্যে পরিশোধ করে পরিশোধিত কপি সহকারী ব্যবস্থাপক, বাস টার্মিনাল দপ্তরে জমা প্রদান করতে হবে। অন্যথায় বিল বকেয়ায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৭. টোল/টার্মিনাল ফি আদায়ের হার, কুলিমজুরী আদায়ের রেইট চার্ট অংকে ও কথায় স্পষ্টভাবে লিখে টার্মিনালের বিভিন্ন স্থানে এবং টয়লেট ব্যবহার ফি ও গাড়ি ধৌত করণ ফি টয়লেট/ গোসলখানার সম্মুখে স্থাপন করতে হবে।
৮. কর্পোরেশন কর্তৃক নির্ধারিত হারের অধিক ফি আদায় করা যাবে না। এ ধরনের কোন অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৯. কোন দৈব দুর্বিপাকে আনুপাতিক হারে রাজস্ব মওকুফের বিষয়ে ঢাদসিক কর্তৃপক্ষ বাস্তব অবস্থা বিবেচনা পূর্বক প্রয়োজনবোধে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।
১০. যে সকল পরিবহন হতে রাজস্ব আদায় করা যাবেঃ মিতালী, যমুনা, তাজ, বিসমিল্লাহ্, সিডিএম, দিগন্ত, একতা, মর্ডান, অগ্রদূত, জোনাকী, জননী, সানফ্লাওয়ার, মৌসুমী, হিরাচল, আলসৈয়দ, গ্রীন তশীয়া, অপি, আহম্মেদ, বিলাশ, আরপি, লিমন, ৩য় কে, আল শামীম, ৩য় আর, এম আর, নূর, ঢাকা এক্স প্রেস, সুনামগঞ্জ এক্সপ্রেস, নিউ ওভারসীস, আজাদী, রুপালী বাংলা, কর্ণফুলী, রোমার, সাদ্দাম, টি আর, সিমান্ত, সিলেট লোকাল, ঠিকানা, মৌমিতা, নীলাচল, তিশা শাসনগাছা, আশা, তিশা লাকসাম, তিশা হাজিগঞ্জ, তিশা কুলিয়ারচর, তিশা কোম্পানীগঞ্জ, তিশা প্লাস, তিশা নাঙ্গলকোর্ট, পদ্মা চাঁদপুর, মেঘনা ডিলাক্স, পাহারিকা, বিলাস সুপার, গোমতি, রয়েলকোচ, এশিয়া লাইন, এশিয়া ট্রান্সপোর্ট, এশিয়া এয়ারকন, জোনাকী সুপার, প্রাইম, প্রিন্স, মুরাদনগর এক্সপ্রেস, ইলিয়েটগঞ্জ এক্সপ্রেস, সুরমা, মেসকাত, ১১, ১২, ১৫ নাম্বার, শিকর, তুরাগ, বলাকা, ৮ নাম্বার, শিখর, মুক্তিযুদ্ধা, যাত্রীসেবা, কে কে ট্রাভেল্স, হানিফ, শ্যামলী, ইউনিক, এস আলম, ঈগল, সেন্টমার্টিন, খাদিজা, ভি আই পি, গ্রীন লাইন, লন্ডন এক্সপ্রেস, দেশ ট্রাভেল্স, সৌদিয়া, সোহাগ, শান্তি, টি আর, রিলাক্স, তুবা লাইন, সিল্ক লাইন, সেজ্যাতি ট্রাভেল্স, প্রেসিডেন্স ট্রাভেল্স, ইয়ার-৭১। আল মোবারাকা, মামুন, লাখাই রুট, তিশা, ইলিশ, গোধুলী, রয়েল, রোড মাস্টার, স্টার লাইন, ড্রীম লাইন, এনা, ইকোনো, ওয়েলকাম, ঢাকা এক্সপ্রেস, আল আরাফ, কোটালীপাড়া, আল বারাকা, হিমালয়, মারছা ট্রান্সপোট, হিমাচল, একুশে, লালসবুজ, ইমাদ, দোলা, টুঙ্গীপাড়া, ফাল্গুনী, কনক, পর্যটক, সুগন্ধা, মেঘনা এক্সপ্রেস, চেয়ারম্যান, বেপারী, হামীম, সাকুরা, সার্বিক, সাউদিয়া, বলেস্কর, অন্তরা, বরিশাল এক্সপ্রেস, এস এফ, সুন্দরবন, বনফুল, সোনালী, মেঘনা এক্সপ্রেস, দেশ, মধুমতি, গ্রামীন, রাজিব, হিমি, মল্লিক, উত্তরবঙ্গ লোকাল, সৈকত, নিউ শাখা, কর্ণফুলী, জননী এক্সপ্রেস, সি লাইন, সনিয়া, পদ্মা শরিয়তপুর ট্রাভেন্স, পদ্মা এলিট, তুহিন, আহসান, কমফোর্ট লাইন পরিবহন, গোল্ডেন লাইন, বি এম লাইন, বি এন এফ, সরকার, জি. এম, ঈগল এক্সপ্রেস, পূর্বাশা, রয়েল এক্সপ্রেস, চাঁদনী, অপি, স্টারলিট, শাহাজাদপুর, মহানগর, জেনিন, আনন্দ, এপোলো, সাগরিকা, বিপুল, সাদ্দাম, শ্রাবনী, রাফিন-সাফিন, ই টেক্স, বৃহত্তর দক্ষিণবঙ্গ, বিআরটিসি (আন্ত:জেলা), নিউ ঈগল, আল আরাফাত, রোকসানা, সৌখিন, সুমন, রোহান, করিম, দিদার, সাউদার্ন, রাখি, এস ট্রাভেলস, এফ লাইন, রোমার, লাকী, কাকলী, সুশান্ত, কোহিনুর, জে আর, আহাদ, ভাই ভাই, এস আই, এয়ার লাইন, ইউনাইটেড, সিকদার, শরিয়তপুর পরিবহন, বিকল্প, শরিয়তপুর ট্রাভেল্স, শরিয়তপুর সুপার, গ্লোরী এক্সপ্রেস (শরিয়তপুর), মীম, ঝুমুর, উল্লাস, সাথী, দিয়া, রংধনু, সিফাত, যশোদা, শাওন, লিজা, এম এম জেমি, ইউনিটি, রকেট, ওয়েস্টার্ন, সিংরা, শাহজালাল, বাদিয়া তিস্তা, পিংকি, আজিজ, শাহানা, পি আর ট্রাভেল্স, সূর্যমূখী পরিবহন, আল হাসিব, বি এম এফ, শিবচর ডিলাক্স, ফেম পরিহন, পাবন, এস এম নাহার, নিউ তিশা, পঞ্জগড়, নদী, তানজিলা, মুনা, মা-মনি আদর, মতিন, তিনানী পরিবহন সমূহ। ১
১. এছাড়াও সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল সংশ্লিষ্ট নতুন কোন পরিবহন রাস্তায় চলাচল করলে তা হতে রাজস্ব আদায়যোগ্য।
১২. যেসকল স্থান হতে টোল আদায় করা যাবে: সায়েদাবাদ বাস টার্মিনাল ও তার পার্শ্ববর্তী এলাকা। এছাড়া সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালে রুট পারমিট রয়েছে এ সকল বাস/মিনিবাস হতে গোলাপবাগ মোড়, আর কে চৌধুরী কলেজ, সায়েদাবাদ ব্রিজ এর ঢাল, জনপথ মোড়, যাত্রাবাড়ী, ধোলাইপাড় মোড়, ইত্তেফাক মোড়, পোস্তগোলা ব্রিজ, মালিবাগ মোড়, ডেমরা স্টাফ কোয়াটার, শনির আখরা, আরামবাগ, গুলিস্তান মোড়, র্যাব-০৩ অফিসের সম্মুখস্থ সড়ক ও টিকাটুলি সহ যে সকল স্থান থেকে বৃহত্তর চট্টগ্রাম, বৃহত্তর নোয়াখালী, বৃহত্তর সিলেট, বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর বরিশাল গামী বাস/মিনিবাস ছেড়ে যায় এবং ঢাকায় এসে পৌঁছানোর কাউন্টার রয়েছে সে সকল স্থান হতে টোল আদায় করা যাবে। ১৩. যে সকল স্থান হতে কুলির মজুরী আদায় করা যাবেঃ সায়েদাবাদ বাস টার্মিনাল ও তার পার্শ্ববর্তী এলাকা এবং গোলাপবাগ মোড়, যাত্রাবাড়ী, যাত্রাবাড়ী আড়ৎ সম্মুখভাগ এলাকা, টিকাটুলি ও ধোলাইপাড় মোড় হতে সকল ধরনের যান থেকে কুলিমজুরী আদায়যোগ্য।
১৪. নিয়োগ পত্রের শর্ত ও কর্তৃপক্ষের অনুমোদন অনুযায়ী ইজারাদার নিজ ব্যবস্থায় রাজস্ব আদায়ের রশিদ বহি ছাপিয়ে রাজস্ব আদায় কাজে ব্যবহার করবেন। রশিদ বহির উপরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাস টার্মিনাল শাখার কর্মকর্তা/কর্মচারীর সীল যুক্ত প্রত্যয়ন থাকতে হবে। ১৫. ইজারাদারের অধীনস্থদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট হতে বর্তমান ও স্থায়ী ঠিকানা সম্বলিত ১ (এক) কপি চারিত্রিক সনদপত্র কার্য পরিচালনার পূর্বে সহকারী ব্যবস্থাপক, বাস টার্মিনালের দপ্তরে জমা প্রদান করতে হবে।
১৬. নির্ধারিত পোষাক (ইজারাদার প্রতিষ্ঠানের মনোগ্রাম ও নাম সম্বলিত মেরুন কালালের এপ্রোন) ও ইজারাদার কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র ছাড়া টার্মিনাল ফি এবং কুলির মজুরী আদায়কারীগন উক্ত কাজে নিয়োজিত থাকতে পারবে না।
১৭. যাত্রী সাধারণ, গাড়ির ড্রাইভার ও মালিক-শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। কোন আদায়কারীর বিরুদ্ধে কোন প্রকার দুর্ব্যবহার, অশালীন উক্তি, জোর পূর্বক অর্থ আদায়ের কোন অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তিকে তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে।
১৮. ইজারাদার তার নিয়োজিত কর্মচারীদেরকে মজুরী/বেতন পরিশোধ করবেন।
১৯. রাজস্ব আদায়ে কোন প্রকার বাধার সম্মুখীন হলে টার্মিনালে কর্তব্যরত তত্ত্বাবধায়ক কে জানাবেন। তত্ত্বাবধায়ক সমস্যার সমাধান করতে না পারলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।
২০. ইজারাদার সিটি কর্পোরেশনের স্বার্থের পরিপন্থি ও টার্মিনাল প্রচলিত প্রশাসনিক নির্দেশাবলী/ আইন শৃংখলা পরিপন্থি কোন কাজের প্রমাণ পাওয়া গেলে ৭ (সাত) দিনের নোটিশে নিয়োগাদেশ বাতিল করে নতুন ইজারাদার নিয়োগ প্রক্রিয়া গ্রহণ করা হবে। এতে ইজারাদার আদালতের আশ্রয় হতে বারিত হবেন।
২১. প্রতিদিন নিজস্ব ব্যবস্থাপনায় টার্মিনালের অভ্যন্তর ভাগ পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করবেন। অন্যথায় জামানতের অর্থ হতে পরিষ্কার পরিচ্ছন্নতা বাবদ বিল কর্তন করা হবে।
২২. কোন যাত্রী সামান্য মালামাল উঠানো বা নামানোর জন্য কুলিদের সাহায্য না চাইলে কোন কুলি উক্ত মালামাল স্পর্শ করা বা মজুরী দাবী করতে পারবে না।
২৩. ইজারাদার টার্মিনাল অভ্যন্তরে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত কোন প্রকার স্থাপনা তৈরি অথবা মেরামত করতে পারবেনা। এছাড়া, টার্মিনাল অভ্যন্তরে দোকান/টং ঘর স্থাপন, গাড়ি মেরামতের গ্যারেজ/গাড়ি মেরামত করতে পারবে না। এইরূপ কোন কার্যকলাপ দেখা গেলে আইনানুগ ক্ষতিপূরণ আদায় করা হবে।
২৪. কর্তৃপক্ষ যে কোন কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগাদেশ বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন। এতে ইজারাদার আদালতের আশ্রয় হতে বারিত হবেন।
২৫. ইজারার মেয়াদ ১ (এক) বছর। মেয়াদ শেষে কোন অজুহাতে/কারণে ইজারাদার মেয়াদ বৃদ্ধির আবেদন করতে পারবেন না।
২৬. ইজারাদার উপরোল্লিখিত শর্তাবলী ও প্রচলিত নিয় কানুন মেনে চলতে বাধ্য থাকবেন মর্মে ৩০০/- (তিনশত) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামা কার্যাদেশ প্রাপ্তির ২৪ (চব্বিশ) ঘন্টার মধ্যে সহকারী ব্যবস্থাপক, বাস টার্মিনালের দপ্তরে দাখিল করতে হবে।
২৭. ইজারাদার ও সিটি কর্পোরেশনের মধ্যে যে কোন বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এঁর সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।
প্রোপ্রাইটার
মো: আফতাব উদ্দিন
বসতি রিসোর্ট, বাড়ি নং ৫২,
রোড নং ২৮, গুলশান-০১, ঢাকা-১২১২।
বিতরণ (জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়):
১। সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
২। কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা।
৩। অতিরিক্ত উপ মহাপরিদর্শক, স্পেশাল এ্যাফেয়ার্স, পুলিশ সদর দপ্তর, ঢাকা।
৪। জেলা প্রশাসক, ঢাকা।
৫। উপ পুলিশ কমিশনার (মতিঝিল) ডি, এম, পি, ঢাকা।
উল্লেখ্য যে, কার্যাদেশ এর বিষয় ও শর্তাবলীর মধ্যে অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়। ২৫ নং শর্তে উল্লেখ থাকা পরেও কার্যাদেশের মেয়াদবৃদ্ধি করা হয়েছে। কুলিমজুরীর ফি ও কুলিমজুরীর কোন প্রকার সঙ্গা দেওয়া হয়নি। কিন্তু কার্যাদেশ এ বাস টার্মিনালের বাইরের বিভিন্ন স্থান উল্লেখ রয়েছে। কিন্তু মূল ইজারার বিষয় অনুযায়ী শর্তের মধ্যে টার্মিনালের বাইরের জায়গায় যেমন: গুলিস্থান, ফুলবাড়িয়া উল্লেখযোগ্য। মূল ইজারার বিষয়টি মূলত সায়দাবাদ বাস টার্মিনালের অভ্যান্তরে বাস/মিনিবাস হতে ফি ও টোল আদায়। কিন্তু উল্লেখিত কার্যাদেশ অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন স্থানে উক্ত ইজারাদার কর্তৃক টোল আদায় করে আসছে যা আইনতভাবে কর্পোরেশনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫