|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:০২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ জুলাই ২০২৪ ০১:১৯ অপরাহ্ণ

মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আপিল বিভাগে শুনানি: ১২ জুলাই


মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আপিল বিভাগে শুনানি: ১২ জুলাই


ঢাকা প্রেস নিউজ


হাইকোর্ট ৯ম থেকে ১৩তম গ্রেডের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সরকারি পরিপত্র অবৈধ ঘোষণা করে। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে।

 

আগামী বুধবার (১২ জুলাই) আপিল বিভাগে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহ মঞ্জুরুল হক আবেদনকারী পক্ষে শুনানি করবেন।

 

৪ জুলাই, রিটকারী পক্ষের আইনজীবী অনুপস্থিত থাকায় শুনানি মুলতবি করা হয়েছিল। ৫ জুন, হাইকোর্ট চূড়ান্ত রায়ে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে।

 

১৯৭২ সালে জেলা ও জনসংখ্যার ভিত্তিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা এবং ১০% ক্ষতিগ্রস্ত মহিলা কোটা চালু করা হয়। পরবর্তীতে বিভিন্ন সময় কোটা পদ্ধতিতে সংস্কার, পরিমার্জন ও পরিবর্তন আনা হয়। ২০১৮ সালে, ৯ম থেকে ১৩তম গ্রেডে মেধা তালিকার ভিত্তিতে নিয়োগের জন্য মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা হয়।

 

চাকরিপ্রার্থীদের আন্দোলনের মুখে সরকার মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল রিট দায়ের করে।

 

আপিল বিভাগের রায় মুক্তিযোদ্ধা কোটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারণ করবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫