টেকনাফ সীমান্তে আবারও গোলাগুলি, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-
কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীর ওপারে মিয়ানমারের ভেতর থেকে সোমবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শাহপরীর দ্বীপের সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়ার পূর্ব পাশে এসব শব্দে আতঙ্কিত হয়ে স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে যান।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন। তিনি জানান, মিয়ানমার থেকে আসা গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে এপারে বেশ কয়েকবার কম্পন অনুভূত হয়েছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা নির্ঘুম রাত কাটিয়েছেন।
স্থানীয়দের ভাষ্যমতে, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ভারি অস্ত্রের গুলির শব্দ পাওয়া যায়, যা তাদের ঘরবাড়িতে কম্পন সৃষ্টি করে। এ ধরনের গোলাগুলির শব্দে স্থানীয়রা এতটা ভীত হয়েছেন যে, মনে হচ্ছিল ঘরবাড়ি যেন ভেঙে পড়বে।
এ বিষয়ে টেকনাফ-২ বিজিবি অধিনায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫