|
প্রিন্টের সময়কালঃ ০১ মার্চ ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ মার্চ ২০২৫ ০৪:৪৭ অপরাহ্ণ

অনুদানের চলচ্চিত্রের জন্য কাহিনি ও চিত্রনাট্য আহ্বান


অনুদানের চলচ্চিত্রের জন্য কাহিনি ও চিত্রনাট্য আহ্বান


বিনোদন ডেস্ক:-

 

সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রের জন্য কাহিনি ও চিত্রনাট্য আহ্বান করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ ১২টি পূর্ণদৈর্ঘ্য ও ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসহ মোট ৩২টি চলচ্চিত্র অনুদান পাবে।
 

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুদানের জন্য চলচ্চিত্রের গল্প, চিত্রনাট্য ও অভিনয়শিল্পীদের নামসহ পূর্ণাঙ্গ প্রস্তাব আগামী ৭ এপ্রিল বিকেল ৪টার মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে জমা দিতে হবে।
 

শুধুমাত্র দেশীয় নির্মাতা ও প্রযোজকেরা অনুদানের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের নির্মাণ পরিকল্পনা, শিল্পী ও কলাকুশলীদের তালিকাসহ ১২টি কপি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
 

এছাড়া, কেবল প্রযোজক, পরিচালক, চলচ্চিত্র সংশ্লিষ্ট পেশাদার এবং অভিজ্ঞ ব্যক্তিরাই কাহিনি জমা দিতে পারবেন। জমাকৃত কাহিনিগুলো যাচাই-বাছাই করে সর্বমোট ২০টি চিত্রনাট্য অনুদানের জন্য নির্বাচিত হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫