ফটো সাংবাদিক সেলিমের কুলখানি অনুষ্ঠিত

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-
দৈনিক খবর প্রতিদিনের ফটো সাংবাদিক আরিফুল ইসলাম সেলিমের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বাদ জোহর শহরের নন্দিপাড়াস্থ মরহুমের নিজ বাসভবনে এ কুলখানি অনুষ্ঠিত হয়। মরহুমের পরিবারের পক্ষ থেকে এ কুলখানির আয়োজন করা হয়।
কুলখানিতে প্রয়াত ফটো সাংবাদিক আরিফুল ইসলাম সেলিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
কুলখানি ও দোয়া মাহফিলে সেলিমের আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি, বন্ধু-বান্ধব, সহকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে কুলখানিতে আসা সহকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা সেলিমের স্মৃতিচারণ করে বলেন, আসলেই সেলিম অত্যান্ত ভালো মানুষ ছিলো। সেলিম কখনো কোনদিন কারো মনে আঘাত দিয়ে কথা বলেন নি। সর্বদা হাসিখুুশি ছিলেন তিনি। আর তিনি পেশাগতভাবেও ছিলেন সৎ ও অত্যান্ত পরিশ্রমি। দায়িত্ব পালনে কখনো তাকে অবহেলা করতে দেখি নাই। রাত-দিন যখনই ফোন পেতেন, ছুটে যেতেন ছবি তোলতে। দোয়া করি, আল্লাহ্ তাকে বেহস্ত নসিব করুক। আমিন।
প্রসঙ্গত, ২৬ ডিসেম্বর রাত ১১টা ৫৩ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ফটো সাংবাদিক আরিফুল ইসলাম সেলিম মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৪ বছর। মৃত্যুকালে তিনি ২ কন্যা ও এক পুত্রসন্তানসহ স্ত্রী এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫