|
প্রিন্টের সময়কালঃ ১০ নভেম্বর ২০২৫ ০৫:৫৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ নভেম্বর ২০২৫ ১২:৩২ অপরাহ্ণ

রাজধানীর বাড্ডা-শাহজাদপুরে দুই বাসে আগুন, ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ


রাজধানীর বাড্ডা-শাহজাদপুরে দুই বাসে আগুন, ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ


রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুর্বৃত্তরা দুটি বাসে আগুন দিয়েছে। সোমবার ভোরে এই দুটি স্থানে আগুনের ঘটনা ঘটে। এছাড়া সকালে ধানমন্ডি এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, ভোর ৫টা ৪০ মিনিটে খবর আসে মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় আকাশ পরিবহন ও ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তা জানা যায়নি। কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
 

পুলিশ সূত্রে জানা গেছে, মেরুল বাড্ডার আরমা মাজেদা মালিক টাওয়ারের সামনে আকাশ পরিবহনের একটি বাস সম্পূর্ণভাবে পুড়ে অচল হয়ে পড়ে। পরে পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়। শাহজাদপুর এলাকায়ও একইভাবে ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ঘটনাস্থল থেকে ডিবি ও থানা পুলিশ আলামত সংগ্রহ করেছে।
 

অন্যদিকে, সকালে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি এবং রাপা প্লাজার বিপরীত পাশে মাইডাস সেন্টারের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় মোটরসাইকেল আরোহীরা। ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) শাহ মোহাম্মদ তারিকুজ্জামান জানান, বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫