গুজব ও ভুল তথ্য নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সেনাপ্রধানের

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ মার্চ ২০২৫ ১০:৫৬ পূর্বাহ্ণ   |   ১০২ বার পঠিত
গুজব ও ভুল তথ্য নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সেনাপ্রধানের

ঢাকা প্রেস নিউজ

 

সেনাবাহিনী যে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে বর্তমান পরিস্থিতির দায়িত্ব পালন করছে, তা দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
 

সোমবার (২৪ মার্চ) ঢাকা সেনানিবাসের সেনাপ্রাঙ্গণে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে (অফিসার্স অ্যাড্রেস) তিনি এ মন্তব্য করেন বলে উপস্থিত সূত্র জানিয়েছে। তবে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৈঠকটিকে নিয়মিত সভা বলে উল্লেখ করে এবং সেনাপ্রধানের ঈদের শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি নিশ্চিত করে।

 

বৈঠকে ঢাকার বাইরের সেনা কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে অংশ নেন। সেনাপ্রধান দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপপ্রচার, গুজব, ও উসকানিমূলক বক্তব্য সম্পর্কে সতর্ক থাকার নির্দেশনা দেন।
 

সেনাবাহিনীর দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের প্রশংসা করে তিনি বলেন, বাহিনীর আত্মত্যাগ দেশের জনগণ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। রমজানে দায়িত্ব পালন অব্যাহত রাখা সেনাসদস্যদের প্রশংসা করে তিনি বলেন, "সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে সেনানিবাসে ফিরে আসাই হবে আমাদের বিজয়।"
 

তিনি আরও বলেন, সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তবে দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি। গুজব ও ভুল তথ্যের প্রচারের বিষয়ে সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সেনাবাহিনীর প্রধান অগ্রাধিকার দেশ ও জনগণের কল্যাণ।

 

আসন্ন ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন সেনাপ্রধান। তিনি বলেন, "যদি কোথাও আইনশৃঙ্খলার অবনতি ঘটে, তাহলে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।"
 

তিনি জানান, অপরাধের হার পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় একই থাকলেও কিছু দৃশ্যমান অপরাধ জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

 

সাম্প্রতিক সময়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফরের প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত প্রশংসিত হয়েছে। ৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতি সামলানোসহ বিভিন্ন ক্ষেত্রে সেনাবাহিনীর কার্যক্রমের প্রশংসা করেন মহাসচিব।
 

এ ছাড়া, কক্সবাজারে এক লাখ রোহিঙ্গার জন্য ইফতার আয়োজনের সহযোগিতায় রামু সেনানিবাসের ভূমিকা উল্লেখ করে তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটারসের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, মার্কিন সিনেটর সেনাবাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন।

 

জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে সেনাপ্রধান বলেন, গত রোববার ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে তাদের সম্মানে ইফতার আয়োজন করা হয়েছে।

 

উগ্রপন্থীদের যেকোনো অস্বাভাবিক তৎপরতা রোধে সেনাবাহিনীর সদস্যদের সর্বদা সতর্ক থাকার আহ্বান জানান সেনাপ্রধান। তিনি বলেন, "ঐক্যবদ্ধ থাকলে দেশকে কোনো ক্ষতিকর শক্তি স্পর্শ করতে পারবে না।"