|
প্রিন্টের সময়কালঃ ১৮ এপ্রিল ২০২৫ ০৬:৫৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ জুন ২০২৩ ০১:৫৯ অপরাহ্ণ

প্রায় ৮০০ কোটি টাকা বাজেট স্কুইড গেম-এর দ্বিতীয় মৌসুমের


প্রায় ৮০০ কোটি টাকা বাজেট স্কুইড গেম-এর দ্বিতীয় মৌসুমের


বিশ্বজুড়ে আলোচিত দক্ষিণ কোরিয়ার ওয়েব সিরিজ ‘স্কুইড গেম’–এর দ্বিতীয় মৌসুমের ঘোষণা আগেই দিয়েছে নেটফ্লিক্স। এবার সিরিজটির সম্ভাব্য বাজেট ও দৃশ্যধারণের দিনক্ষণ জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম স্টার নিউজ।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সিরিজের সম্ভাব্য বাজেট ধরা হয়েছে প্রায় ৮ কোটি ডলার, যা বাংলাদেশি টাকায় ৮০০ কোটির বেশি। প্রথম মৌসুম নির্মাণে ব্যয় করা হয় প্রায় ২০০ কোটি টাকা, সেই তুলনায় ৬০০ কোটি টাকা বেশি খরচ হবে দ্বিতীয় মৌসুমে।

২০২১ সালের সেপ্টেম্বরে ‘স্কুইড গেম’–এর প্রথম মৌসুম মুক্তির পর বিশ্বজুড়ে আলোচনার ঝড় ওঠে, মুক্তির মাত্র ২৮ দিনের ব্যবধানে ১ দশমিক ৬ বিলিয়ন ঘণ্টা দেখা হয় সিরিজটি। বেশ কিছু পুরস্কারও পেয়েছে সিরিজটি।


জীবনযুদ্ধে পরাজিত, সমস্যাগ্রস্ত ও হতাশ কিছু মানুষের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিরিজের প্রথম মৌসুম। এতে দেখা যায়, ঋণে জর্জরিত ৪৫৬ জন প্রতিযোগী বিশেষ একটা খেলায় অংশগ্রহণ করে। খেলায় জিতলে বিজয়ী পাবে ৩৯ মিলিয়ন ইউএস ডলার। হারলে মৃত্যু।

দ্বিতীয় মৌসুমের মূল চরিত্রে দক্ষিণ কোরিয়ার অভিনেতা আইএম সিওয়ান থাকছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার আরেক সংবাদমাধ্যম স্পোটস চোসেন, এর আগে নেটফ্লিক্সের ‘আনলকড’ সিরিজে দেখা গেছে তাঁকে। তবে নেটফ্লিক্স ও সিওয়ানের এজেন্সি পাম আ অ্যান্ড সি জানিয়েছে, বিষয়টি এখনই তাঁরা নিশ্চিত করতে চান না।

স্পোটস চোসেন জানিয়েছে, ২৩ জুন চিত্রনাট্য পড়া শুরু করবেন শিল্পীরা, জুলাইয়েই দৃশ্যধারণ শুরু হবে। আগামী বছর সিরিজের দ্বিতীয় মৌসুম মুক্তির কথা রয়েছে। থ্রিলার সিরিজটি রচনা ও পরিচালনা করেছেন হোয়াং ডং-হিউক।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫