|
প্রিন্টের সময়কালঃ ২৩ মে ২০২৫ ০১:৫০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ মে ২০২৫ ০৬:৩০ অপরাহ্ণ

উদ্বোধনী অনুষ্ঠানে দুর্ঘটনা: ক্ষতিগ্রস্ত যুদ্ধজাহাজ নিয়ে ক্ষোভে কিম, দায়ীদের শাস্তির হুঁশিয়ারি


উদ্বোধনী অনুষ্ঠানে দুর্ঘটনা: ক্ষতিগ্রস্ত যুদ্ধজাহাজ নিয়ে ক্ষোভে কিম, দায়ীদের শাস্তির হুঁশিয়ারি


অনলাইন ডেস্ক:-

 

উত্তর কোরিয়ার একটি নতুন যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। পাঁচ হাজার টন ওজনের ডেস্ট্রয়ার শ্রেণির এই যুদ্ধজাহাজটি পানিতে নামানোর সময় এর নিচের অংশ ভেঙে পড়ে এবং ভারসাম্য হারায়। দেশটির শীর্ষ নেতা কিম জং উন নিজে অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন এবং এই ঘটনাকে তিনি ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন।
 

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানায়। সংস্থাটি জানায়, দুর্ঘটনাটি ঘটে চংজিন বন্দরে বুধবার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে। কেসিএনএ আরও জানায়, অভিজ্ঞতার ঘাটতি ও পরিচালনাগত অবহেলার কারণেই এমন ভয়াবহ ঘটনা ঘটেছে।
 

ঘটনার প্রতিক্রিয়ায় কিম জং উন বলেন, “এটি চূড়ান্ত পর্যায়ের অবহেলাজনিত অপরাধ। এর দায় কোনোভাবেই এড়ানো যাবে না।” তিনি দোষী কর্মকর্তাদের উপযুক্ত শাস্তির নির্দেশও দিয়েছেন।
 

প্রসঙ্গত, এক মাস আগেই উত্তর কোরিয়া আরেকটি একই শ্রেণির যুদ্ধজাহাজ ‘চো হিয়ন’-এর উদ্বোধন করে। সেই অনুষ্ঠানে কিম জং উনের সঙ্গে ছিলেন তাঁর কন্যা কিম জু এ, যাকে অনেক বিশ্লেষক সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করেন। উত্তর কোরিয়ার দাবি, 'চো হিয়ন' সর্বাধুনিক প্রযুক্তি ও অস্ত্র দিয়ে সজ্জিত এবং ২০২৫ সালের শুরুতে এটি কার্যক্রম শুরু করবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫