ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় সবজি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

পাবনা প্রতিনিধি:-
পাবনার ঈশ্বরদী উপজেলায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় হান্নান মালিথা (৪০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হান্নান মালিথা সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের বাসিন্দা এবং সৈয়দ আলী মালিথার ছেলে। তিনি পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, হান্নান ছলিমপুর মোড় থেকে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হান্নান প্রাণ হারান। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত এলাকা ত্যাগ করে।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫