|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৩৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ মার্চ ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে


সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে


ঢাকা প্রেস নিউজ

 

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ির সংলগ্ন বনে লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। রোববার সকালে ধানসাগর স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, শনিবার রাত ৯টা থেকে বন বিভাগের নিজস্ব পাম্প ও পাইপ লাইনের মাধ্যমে আগুনে পানি ছিটানো হয়। বনরক্ষী ও বন কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক রাতভর আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এর ফলে আগুন পুরোপুরি নিভে যায়।
 

রোববার সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা আগুন পুরোপুরি নিভে গেছে কিনা এবং পুনরায় ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে কিনা তা যাচাই করছেন।
 

অগ্নিকাণ্ডের কারণ ও করণীয় নির্ধারণে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাসকে প্রধান করে গঠিত এ কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
 

শনিবার সকাল ৯টার দিকে ধানসাগর স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ির আশপাশে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। দুপুরের দিকে বন বিভাগের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেন। বিকেলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
 

ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্থানীয়রা মিলে বনের প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে ফায়ার লাইন (শুকনো পাতা ও মাটি সরিয়ে নালা তৈরি) তৈরি করেন, যা আগুন ছড়ানো রোধ করতে সহায়তা করে। রাত হয়ে যাওয়ায় ফায়ার সার্ভিসের দল অভিযান শেষ করে ফিরে যায়, তবে বন বিভাগ ও স্বেচ্ছাসেবকরা রাতভর কাজ চালিয়ে যান এবং সফলভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫