|
প্রিন্টের সময়কালঃ ৩১ জুলাই ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ জুলাই ২০২৫ ০৭:৩৪ অপরাহ্ণ

মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক তিন বাংলাদেশি কারাগারে


মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক তিন বাংলাদেশি কারাগারে


আদালত প্রতিবেদক:-

 

মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার তিন বাংলাদেশিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানের আদালত এই আদেশ দেন।
 

বিমানবন্দর থানার প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) বখতিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। শুনানি শেষে বিচারক ওই তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 

এর আগে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে দেশটির পুলিশপ্রধান খালিদ ইসমাইল জানান, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। পুলিশপ্রধানের দাবি, ওই তিনজন সিরিয়া ও বাংলাদেশে আইএস সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে নিয়মিত অর্থ সহায়তা পাঠাতেন।
 

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের মধ্যে ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে এবং বাকি ১৬ জন মালয়েশিয়ায় পুলিশের হেফাজতে রয়েছেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পুরো নেটওয়ার্কে প্রায় ১০০ থেকে ১৫০ জন সদস্য রয়েছে।
 

পুলিশপ্রধানের ভাষ্য, “এই চক্রের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপের মাধ্যমে জঙ্গিবাদী মতবাদ ছড়িয়ে দিচ্ছিল এবং আরও বাংলাদেশি শ্রমিককে জঙ্গি কার্যক্রমে যুক্ত করার চেষ্টা করছিল।”
 

মালয়েশিয়া পুলিশের গোয়েন্দা তথ্যমতে, এই চক্র আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ও ই-ওয়ালেটের মাধ্যমে সিরিয়া ও বাংলাদেশে আইএস সেলগুলোতে অর্থ পাঠাত।
 

উল্লেখ্য, ২০১৬ সালে কুয়ালালামপুরে একটি আইএস সংশ্লিষ্ট বিস্ফোরণের পর মালয়েশিয়া সরকার জঙ্গি দমন কার্যক্রমে কঠোর পদক্ষেপ নেয়। এরপর থেকে নিরাপত্তা বাহিনী শত শত সন্দেহভাজনকে আটক করেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫