ইনস্টাগ্রাম–ফেসবুকে ক্রস মেসেজিং বন্ধ করছে মেটা

ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে থাকা বন্ধুদের সঙ্গে মেসেজে কথা বলার সুবিধা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালিকানা প্রতিষ্ঠান মেটা। চলতি মাসের শেষে এই ফিচার বন্ধ করা হতে পারে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ফিচারটি কী কারণে বন্ধ করে দেওয়া হবে সে বিষয়ে কিছু জানায়নি মেটা। তবে ইউরোপীয় ইউনিয়নের বিধি মেনে চলার পাশাপাশি শাস্তি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২০১৯ সালে প্রথম ফিচারটির ঘোষণা আসে। এর এক বছর পর আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।
এক বিবৃতিতে মেটা জানায়, ডিসেম্বরের মাঝামাঝি থেকে ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম থেকে আর ফেসবুকে থাকা বন্ধুদের সঙ্গে মেসেজে যোগাযোগ করতে পারবেন না। যদি কোনো কথোপকথন চালুও থাকে সেগুলো রিড অনলি মোডে চলে যাবে। এ ছাড়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে অ্যাক্টিভিটি স্ট্যাটাসও দেখা যাবে না।
২০২০ সালে চালু হওয়ার তিন বছর পর বন্ধ করে দেওয়া হচ্ছে এই ক্রস মেসেজিং সেবা। এর মাধ্যমে ইনস্টাগ্রামের ডিএম ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্টে মেসেজ এবং কল করা যায় এবং ফেসবুক থেকেও ইনস্টাগ্রামে তা করা যায়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫