বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী আব্দুল্লাহর মৃত্যু

ঢাকা প্রেস নিউজ
রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্র মো. আব্দুল্লাহ, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হয়েছিলেন, অবশেষে মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের শিক্ষক কাজী সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. আব্দুল্লাহ ছিলেন সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি যশোরের বেনাপোলের বাসিন্দা ছিলেন।
স্বজনরা জানান, গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণের সময় পুলিশের গুলি তার মাথায় লাগে। আহত অবস্থায় তাকে তিন মাস ধরে সিএমএইচের নিউরো সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়। উন্নত চিকিৎসার জন্য মস্তিষ্কে অস্ত্রোপচারও করা হয়। তবে সব চেষ্টা ব্যর্থ করে আজ ভোরে তার মৃত্যু ঘটে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫