লংগদুতে উপজেলা চেয়ারম্যান বাবুল দাশ বাবু।

তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামটি) প্রতিনিধি:
রাঙামাটির লংগদু উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে ১৬ হাজার ৯৮২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবুল দাশ বাবু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান আব্দুল বারেক সরকার পেয়েছেন ১২ হাজার ৮২৬ ভোট।
২৯ মে রোজ বুধবার অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে রাঙ্গামাটির লংগদু উপজেলা পরিষদ নির্বাচন। লংগদু উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে অংশগ্রহন করেছেন চার জন প্রার্থী। তারা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার (ঘোড়া), উপজেলা ভাইস-চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী (দোয়াত-কলম), উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবুল দাশ বাবু (আনারস) ও এড. আবসার উদ্দীন (মোটর সাইকেল)।
উল্লেখ্য এবারের উপজেলা নির্বাচনে ২৩টি কেন্দ্রে লংগদু উপজেলার ৬১ হাজার ২শ ৬০ জন ভোটার রয়েছেন তাদের মধ্যে পুরুষ ভোটার ৩১ হাজার ৮শত ৭৪ জন ও নারী ভোটায় ২৯ হাজার ৫শ' ৮৬ জন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫