ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান হলেন নতুন মেহেরিয়ার এম হাসান

ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের মনোনীত পরিচালক মেহেরিয়ার এম হাসান ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হচ্ছেন। আহসান মনসুর ছয় বছর স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব পালনের পর ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালকের পদ থেকে অবসর নিয়েছেন।
ব্র্যাক ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পরিবর্তন আজ মঙ্গলবার থেকেই কার্যকর। মেহেরিয়ার এম হাসান ২০২০ সালের নভেম্বরে ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদে মনোনীত পরিচালক হিসেবে যোগ দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন মেহেরিয়ার এম হাসান ডিজিটাল ব্যাংকিংয়ের জগতে একজন সম্মানিত ব্যক্তিত্ব। উদ্ভাবক হিসেবেও তাঁর খ্যাতি আছে। বিশ্বের বৃহত্তম কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে তিনি ডিজিটাল বিতরণ চ্যানেল তৈরি করেছেন। বিশেষ করে, ওয়েলস ফার্গোর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার সময় তিনি ব্যাংকটির ডিজিটাল রূপান্তর ও ডিজিটাল বিক্রয় ও সেবা চ্যানেলের নকশা ও বাস্তবায়নে নেতৃত্ব দেন।
বর্ণাঢ্য কর্মজীবনে মেহেরিয়ার এম হাসান অনেক খ্যাতনামা কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদে বর্তমান পদে দায়িত্ব পালন করার পাশাপাশি বিকাশের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত ম্যাককিনসের সিনিয়র উপদেষ্টা ও ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার মার্শাল স্কুল অব বিজনেসে শিক্ষকতা করেছেন মেহেরিয়ার এম হাসান। তিনি অ্যারিজোনা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে স্নাতকোত্তর, গণিতে মাইনরসহ অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
ব্র্যাক ব্যাংকে নতুন দায়িত্ব গ্রহণ সম্পর্কে মেহেরিয়ার এম হাসান বলেন, ‘ব্যাংক ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য আমার প্রতি আস্থা রাখায় পরিচালনা পর্ষদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। ব্র্যাক ব্যাংক এরই মধ্যে একটি শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং বাংলাদেশের সেরা ব্যাংক হওয়ার লক্ষ্যে পথ চলছে। স্যার ফজলে হাসান আবেদের আর্থিক অন্তর্ভুক্তির দর্শনের সঙ্গে সংগতি রেখে এসএমই খাতকে সব সময় ব্র্যাক ব্যাংকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।’
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫