|
প্রিন্টের সময়কালঃ ১৪ নভেম্বর ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ নভেম্বর ২০২৫ ১২:৩১ অপরাহ্ণ

শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর ঘোষণা


শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর ঘোষণা


জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আগামী সোমবার (১৭ নভেম্বর)।
 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টা ৯ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণার এই তারিখ নির্ধারণ করেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
 

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি আসামি হিসেবে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তিনি কারাগারে আছেন, আর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক রয়েছেন।
 

এর আগে, গত ২৩ অক্টোবর মামলার বিচারকাজ শেষ করে ট্রাইব্যুনাল-১ রায়ের তারিখ ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছিল। সেদিন আদালত জানিয়েছিল, খুব শিগগিরই রায় ঘোষণা করা হবে।
 

এদিকে, রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট থেকে সেনাসদরে চিঠি পাঠানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫