|
প্রিন্টের সময়কালঃ ০৯ এপ্রিল ২০২৫ ০২:৪৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ অক্টোবর ২০২৪ ০৯:৪৬ অপরাহ্ণ

কক্সবাজারে মৎস্যজীবীলীগ নেতা গ্রেফতার। 


কক্সবাজারে মৎস্যজীবীলীগ নেতা গ্রেফতার। 


ঢাকা প্রেস

মঈনুদ্দীন শাহীন ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 
গত (৩ আগস্ট ২৪) এক দফা দাবিতে সরকার পতন আন্দোলন চলাকালে 'কক্সবাজার সদরে আন্দোলনরত ছাত্র জনতার উপর সশস্ত্র হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় কক্সবাজার পৌর আওয়ামী মৎসজীবি লীগের সাধারণ সম্পাদক এম শাহাবুদ্দিন জনি’কে গ্রেফতার করেছে র‍্যাব। কক্সবাজার সদর থানার ঝাউতলা এলাকা  তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আওয়ামী মৎস্যজীবীলীগ নেতা শাহাবুদ্দিন জনি'র বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় ২৮/৫২০, তাং ০৯/০৯/২০২৪, ধারা-৪/৫ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) ২০০২ (সংশোধন) আইন, ২০২৪ তৎসহ ১২০বি 
১৪১/১৪৮/৩৮০/৪২৭/৪৩৫/৪৩৬/৪৪৮/৫০৬/৩৪ পেনাল কোডের মামলা রয়েছে। উল্যেখিত মামলার প্রক্ষিতে, র‍্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামী জনি’কে গ্রেফতারের উদ্যেশ্যে র‌্যাব-১৫ এর একটি দল (২ অক্টোবর ২৪) আনুমানিক সাড়ে ৩ টার দিকে অভিযান চালিয়ে কক্সবাজার সদর থানার ঝাউতলা এলাকা থেকে মরহুম মাষ্টার ইসমাইলের পুত্র শাহাবুদ্দিন জনি (৪০) কে গ্রেফতার করা হয়। আটক জনি কক্সবাজার সদর থানার ঘোনারপাড়া, ৯নং ওয়ার্ডের বাসিন্দা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, শাহাবুদ্দিন জনি, গত ৩ আগস্ট কক্সবাজারে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনরত ছাত্র জনতার উপর সশস্ত্র হামলায় জড়িত থাকার কথা স্বীকার করে। 

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫